
চতুর্থবারের মতো সিনেমায় সজল
# আবার সিনেমায় নাম লেখাচ্ছেন সজল
# তার চতুর্থ সিনেমায় নায়িকা হচ্ছে পপি, থাকছেন জান্নাতুল পিয়াও
# ছবির নাম ‘স্বপ্নবাজী’। পরিচালনা করবেন পিয়াল হোসেন
# সিনেমার গল্পও ফ্যাশন জগত নিয়ে
টিভি পর্দার প্রিয়মুখ সজলের দুটি সিনেমা মুক্তি পেয়েছে এর আগে। আরেকটি বছরে দুয়েক ধরে অসমাপ্ত অবস্থায় রয়েছে। এখন শোনা যাচ্ছে চতুর্থ সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন ব্যস্ত হয় অভিনেতা।
একাধিক সংবাদমাধ্যম জানায় সজলের নায়িকা হচ্ছে পপি। সিনেমার গল্পও শোবিজ নিয়ে।
ফ্যাশন জগত নিয়ে নির্মিত হচ্ছে ‘স্বপ্নবাজী’। পরিচালনা করছেন পিয়াল হোসেন। যুক্তরাষ্ট্র প্রবাসী ফ্যাশন ডিজাইনার পিয়ালের এটাই প্রথম চলচ্চিত্র। এছাড়াও সিনেমা নির্মাণের ওপর পড়াশোনা করছেন তিনি।
বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ফ্যাশন জগতের অন্দরমহল এতে উঠে আসবে। অনেকটা বলিউড ছবি ‘ফ্যাশন’-এর মতোই এটি হতে যাচ্ছে বলে জানা গেছে।
এ নিয়ে পপি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘ছবির গল্প আমার খুব ভালো লেগেছে। এ কারণেই রাজি হওয়া। নির্মাতা দেশের বাইরে আছেন। দেশে ফিরলেই চুক্তি স্বাক্ষর হবে।’
সজল বলেন, ‘‘আসলে এটি জুটি বেজ চলচ্চিত্র নয়। তাই আমাদের জুটি হিসেবে দেখা যাবে না। এটা বলিউড ‘ফ্যাশন’ চলচ্চিত্রের মতো। এখানে অন্দরমহলের গল্প প্রাধান্য পাবে।’’
একই ছবিতে জান্নাতুল ফেরদৌস পিয়ারও অভিনয় করার কথা রয়েছে।
সজল অভিনীত প্রথম সিনেমা ‘নিঝুম অরণ্যে’র নায়িকা ছিলেন বাঁধন। এর পর দেখা যায় ‘রান আউট’ সিনেমায়, মৌসুমী নাগের বিপরীতে। মাহির সঙ্গে ‘হারজিৎ’ চলচ্চিত্রের কিছু কাজ করলেও প্রযোজক জটিলতায় আটকে আছে।
অামাদের সুপারিশ