Select Page

চমকপ্রদ ‘মিশন এক্সট্রিম’ টিজার

চমকপ্রদ ‘মিশন এক্সট্রিম’ টিজার

এসেছে আলোচিত ‌‘মিশন এক্সট্রিম’-এর টিজার। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ভিডিওটি।

টিজার জুড়ে হাজির হয়েছেন ছবির প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ চরিত্র। বেশকিছু অংশজুড়ে আছেন এর নায়ক আরিফিন শুভ। দেখা মিলেছে তাসকিন আহমেদ, জান্নাতুল ঐশী, সাদিয়া, সুদীপ, সুদীপ্ত ও মিশা সওদাগরেরও।তাদের সবাইকে দেখা গেছে নতুন লুকে। শুভ ছাড়া মোটামুটি আর কারো চরিত্র ফাঁস হয়নি অবশ্য। কারণ তিনিই তো নায়ক।

টিজারের পুরোটা সময়ধরে ধুন্ধুমার অ্যাকশন। বেশিরভাগ অ্যাকশনে দেশ ও দুবাইয়ের কিছু ‍মিশনও উঠে এসেছে।

দুই কিস্তিতে নির্মিত ‘মিশন এক্সট্রিম’ পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। প্রথম কিস্তি মুক্তি পাবে ঈদুল ফিতরে।


মন্তব্য করুন