Select Page

চলচ্চিত্রের উন্নয়নে একজোট ১৪ সংগঠন

চলচ্চিত্রের উন্নয়নে একজোট ১৪ সংগঠন


ঢাকাই চলচ্চিত্র উন্নয়নে একজোট হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সংশ্লিষ্ট ১৪টি সংগঠন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে সংগঠনটির কার্যালয়ে সম্প্রতি এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকেই সংগঠনের নেতারা একসঙ্গে কাজ করার সিদ্ধান্তে উপনীত হন। খবর যুগান্তর।

বৈঠকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক ও পরিবেশক সমিতির গত কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি রেজা লতিফ, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আরমান, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, সিডাবের সভাপতি এসআই ফারুক, চলচ্চিত্র স্থিরচিত্র গ্রাহক সমিতির সভাপতি জি ডি পিন্টু, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপনা সমিতির সভাপতি আবদুর রউফ সরকার, অঙ্গসজ্জাকর সমিতির সভাপতি মো. আবুল কাশেম, রূপসজ্জাকর সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, চলচ্চিত্র ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতির সাধারণ সম্পাদক মো. বাহাদুর মিয়া এবং চলচ্চিত্র লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. সানি আলম।

বৈঠকে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘ঢাকার চলচ্চিত্র এখন ভালো অবস্থানে নেই। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এ সময়েও যদি আমরা একসঙ্গে কাজ না করি তা হলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। তাই চলচ্চিত্রের উন্নয়ন ও বাঁচিয়ে রাখার লক্ষে একত্রে কাজ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছি।’

এ প্রসঙ্গে শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আগে থেকেই বলে আসছি দেশের সিনেমা ও শিল্পীদের স্বার্থবিরোধী হয় এমন কাজের বিরুদ্ধে দাঁড়াব আমরা। তাই এখন সবাই সম্মিলিতভাবেই এগোচ্ছি। বিদেশি ছবির আগ্রাসন রোধ করা, হল মালিক ও বুকিং এজেন্টদের দৌরাত্ম্য বন্ধ করাসহ চলচ্চিত্র শিল্পে সুষ্ঠু পরিবেশ আনার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতিসহ ১৪টি সংগঠনের আমরা সবাই একত্র হয়েছি। আমাদের চলচ্চিত্রের বিরুদ্ধে যায় এমন সব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সংগঠিত হয়ে কাজ করব।’


মন্তব্য করুন