Select Page

চলচ্চিত্রে ‘ইতিশা’

চলচ্চিত্রে ‘ইতিশা’
pic-09_25993ইতি শাহ অভিনেতা নানা শাহ‘র মেয়ে এবং অভিনেতা-নায়ক ফারুক নানা শাহর মামা। সেই সূত্রে ফারুকের নাতনী তিনি। তার অভিষেকের হতে যাচ্ছে চলচ্চিত্রে।
ইতি শাহ ‘রাজা গোলাম’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু শুটিং করতে গিয়ে পরিচালক ও ইউনিটের সঙ্গে মনোমালিন্যের কারণে আর ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি হননি ইতি।
এবার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শাহীন সুমনের ‘জিরো থেকে হিরো’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক হতে যাচ্ছে।
ইতি বলেন, ‘আগের ছবিতে অভিনয় করতে গিয়ে আমি দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। তাই এবার বেশ জেনেশুনেই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। শাহীন-সুমনদের আগের ছবিগুলো আমি দেখেছি। তাঁরা অনেক ভালো পরিচালক।’


মন্তব্য করুন