Select Page

চলচ্চিত্রে কম্পোজিশন করছেন ইমরান

চলচ্চিত্রে কম্পোজিশন করছেন ইমরান

Imran২০০৮ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ ইমরান বর্তমানে চলচ্চিত্রের সংগীত কম্পোজিশন নিয়েও ব্যস্ত। এমনি জানালেন এই সাক্ষাৎকার।

সালমান শাহ আর মৌসুমী অভিনীত জনপ্রিয় ছবি অন্তরে অন্তরে রিমেক হচ্ছে এটা পুরানো তথ্য। ছবির ‘এখানে দুজনে নির্জনে’ আর ‘কাল তো ছিলাম ভালো’ গান দুটি এখনো খুব জনপ্রিয়।

এই গান দুটি নতুন করে কম্পোজিশনের দায়িত্ব পেয়েছেন ইমরান। তিনি জানান, চেষ্টা করছি সুর আর কম্পোজিশন ঠিক রেখে গান দুটিতে নতুন কিছু করার।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন