Select Page

চলচ্চিত্রে ফিরতে চান তামান্না

চলচ্চিত্রে ফিরতে চান তামান্না

# শহীদুল ইসলাম খোকনের হিট সিনেমা দিয়ে তামান্নার অভিষেক
# রুবেল, শাকিব, শাকিল ও রিয়াজের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে অভিনয় করেন
# সুইডেন পড়াশোনা করা এ নায়িকা সে দেশে আবার ফিরে যান
# ফের সিনেমায় ফিরতে চান

১৯৯৮ সালে প্রয়াত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ও রুবেল অভিনীত হিট সিনেমা ‘ভণ্ড’-এর মাধ্যমে তার অভিষেক হয়। আবারো চলচ্চিত্রে ফেরার ইচ্ছে প্রকাশ করছেন সুইডেন প্রবাসী নায়িকা তামান্না। তিনি নিজেকে মানসিকভাবে যেমন পরিবর্তন করেছেন ঠিক তেমনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুতও করেছেন।

তামান্না বলেন, দেখতে দেখতে জীবন থেকে কীভাবে যেন রোবটের মতো ২০টি বছর পেরিয়ে গেছে। এই ২০ বছর আমাকে কেউ যেন কন্ট্রোল করছিল। আমি রোবটের মতো শুধু নির্দেশনাই শুনছিলাম। আমি এতটাই বোকা এবং আবেগী ছিলাম যে নিয়ন্ত্রিত হয়ে জীবনযাপন করছি তা বুঝতে পারিনি। কিন্তু এই সময়ে এসে তা আমি উপলব্ধি করছি। আর তাই আমার ফেলে আসা চলচ্চিত্র জীবনে আবার ফিরে যেতে চাচ্ছি।

তিনি আরো বলেন, তাই সুইডেনে আমি আমার সেই শুরুর তামান্নাকেই খুঁজে বের করার চেষ্টা করছি। আমি আমার নিজেকে খুঁজে বের করার চেষ্টা করছি। যে কারণে আমি সুইডেনে একটি কালচারাল এসোসিয়েশনে কাজ করছি প্রায় দু’বছর ধরে। আমার প্রচণ্ড আত্মবিশ্বাস যে দেশে ফিরলে চলচ্চিত্রে আমি আমার নিজেকে আবারো প্রমাণ করতে পারবো।

তামান্না সর্বশেষ মঈন বিশ্বাসের ‘পাগল তোর জন্য রে’ চলচ্চিত্রে অভিনয় করেন। সহশিল্পী ছিলেন রোহান। এছাড়া শাকিব খান, রিয়াজ ও শাকিল খানের অভিনয় করেছিলেন এ নায়িকা।

সূত্র : মানব জমিন


মন্তব্য করুন