Select Page

চলচ্চিত্রে মম

চলচ্চিত্রে মম

milon1টেলিভিশনের অভিনেত্রী মম চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে মাসখানেক আগে সংবাদমাধ্যমে প্রকাশ করে ছিলেন। এবার সে কথাই বাস্তবে রূপ পেতে যাচ্ছে।

রাকিবুল আলম রাকিবের ‘প্রেম করব তোমার সাথে’ সিনেমার মাধ্যমে ছয় বছর পর সিনেপর্দায় ফিরছেন মম।

ত্রিমুখী প্রেমের গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন মম ও মিলন। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জায়েদ খান

একটি সংবাদমাধ্যমকে মম বলেন, “অনেকদিন ধরেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসছিল। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। রাকিবের চিত্রনাট্য মনে ধরে গেল। তাকে আর ফেরাতে পারিনি।”

এর আগে মম অভিনয় করেছিলেন দারুচিনি দ্বীপ ছবিতে।

 


মন্তব্য করুন