Select Page

চলচ্চিত্রে র‌্যাম্প মডেল শিবা

চলচ্চিত্রে র‌্যাম্প মডেল শিবা

Sheebaজাপানি নাগরিকত্ব পাওয়া মাসুদো রিকিয়া পরিচালিত সায়েন্স ফিকশন ছবি ‘দ্য স্টোরি অব সামারা’-তে অভিনয়ের মাধ্যমে  চলচ্চিত্রে পা রাখছেন র‌্যাম্প মডেল শিবা।

গতানুগতিক ছবিতে অভিনয় করবেন না বলে আগে প্রস্তাব পেলেও গ্রহণ করেন নি বলে জানিয়েছেন তিনি। দুটি গ্রহের নানা রহস্য নিয়ে ছবির প্রেক্ষাপট গড়ে উঠেছে।

ছবিতে শিবার বিপরীতে অভিনয় করছে আরেক র‌্যাম্প মডেল সঞ্জু। ছবিটি বাংলাদেশের পাশাপাশি জাপানেও প্রদর্শিত হবে বলে জানিয়েছেন পরিচালক।

সূত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন