Select Page

চলচ্চিত্রে শাহেদ

চলচ্চিত্রে শাহেদ

2013-07-01-17-55-51-51d1c2a7d4db5-untitled-1টেলিভিশন অভিনেতা শাহেদ শরীফ খান বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও মোটেও সাড়া জাগাতে পারেন নি।কিছু বছর বিরতির পর তাকে আবার চলচ্চিত্রে দেখা যাবে।

বর্তমানে তিনি কাজ করছেন সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল‘ ছবিতে। বিভিন্ন লোকেশানে ছবিটির কাজ চলছে। এতে তিনি একটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করছেন।

এ ছবিতে তার সাথে আরো রয়েছেন আরজুআইরিন

নিজের কাজ নিয়ে বলেন, তবে অনেক দিন পরে ছবিতে অভিনয় করছি। এতে ভালো অভিনয় করতে চাই।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন