Select Page

চলচ্চিত্রে শিশু শিল্পী সারিকা

চলচ্চিত্রে শিশু শিল্পী সারিকা

sarikaসারিকা ইলিয়াস কাঞ্চন এবং চিত্রনায়িকা দিতি একমাত্র সন্তান। এর মধ্যেই ছোটপর্দায় ৩০টিরও বেশী নাটকে অভিনয় করেছে সে। ‘জটিল প্রেম’ চলচ্চিত্রেও অভিনয় করল এবার। গত ১৭মে মুক্তি পাওয়া ছবিতে সারিকার চরিত্রটি দুরন্ত ও চঞ্চল প্রকৃতির। সকলের দোয়া ও নিজের প্রতিভায় অভিনয়ে সুন্দর ক্যারিয়ার গড়ার প্রত্যাশা সারিকার।


Leave a reply