Select Page

চলচ্চিত্র পুরস্কার ২০১৬ : কাজ না করে পুরস্কার!

চলচ্চিত্র পুরস্কার ২০১৬ : কাজ না করে পুরস্কার!

অভিযোগ উঠেছে কয়েকদিন আগে ঘোষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ নিয়ে। বলা হচ্ছে, ‘নিয়তি’ সিনেমায় নৃত্য পরিচালনা না করেও পুরস্কারের তালিকায় নাম এসেছে হাবিবের। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করছে এনটিভি অনলাইন।

হাবিব বলেন, ‘আমি যে ছবিতে কাজ করিনি সেই ছবির জন্য আমি কেমন করে পুরস্কার পাই? বিষয়টি নিয়ে আমি অনেক বেশি বিব্রত। আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার জন্য বেশ কয়েক বছর ধরেই অপেক্ষা করছিলাম। সবাই আমার কাজের জন্য প্রশংসা করতো, কিন্তু কেন পুরস্কার পাচ্ছিলাম না তা এখন বুঝতে পারছি। এমন করে যদি অনিয়ম হয় তা হলে আমার মতো যারা কাজ করছেন তারা কিভাবে পুরস্কার পাবে?’

তাহলে এই পুরস্কার কি তিনি গ্রহণ করবেন? উত্তরে হাবিব বলেন, ‘অবশ্যই গ্রহণ করবো, তবে তা ‘নিয়তি’র জন্য নয়। আমার আরেকটি ছবিতে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেলিাম, সেই ছবিটি দ্বিতীয় অবস্থানে আছে, সেটির নাম ‘অনেক দামে কেনা’, আমি চাই সেই ছবির জন্য আমাকে পুরস্কার দেওয়া হোক। তাহলে আমি আনন্দের সাথে পুরস্করটি গ্রহণ করতে পারবো। কারণ এই ছবিতে আমি কাজ করেছি। ‘নিয়তি’ ছবিতে আমি কাজ করিনি।’

হাবিব আরো যোগ করেন, ‘ভালো কাজের জন্য স্বীকৃতি সবাই চায়, সেই হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হচ্ছে সবচেয়ে বড় স্বীকৃতি। আমি মনে করি যদি কোন অনিয়ম না হয়, তা হলে আমরা যারা মূল ধারার চলচ্চিত্রে নিয়মিত কাজ করি, তারা প্রতি বছরই পুরস্কার পাবো।  দেখা যায় যারা বাইরে থেকে কাজ করেন, মূল ধারার নৃত্য পরিচালক নন, তারাই প্রতি বছর পুরস্কার নিয়ে যান।’

‘নিয়তি’ ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। অভিনয় করেছেন আরিফিন শুভ ও জলি। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।


মন্তব্য করুন