Select Page

চলতি নভেম্বরে ধানমন্ডিতে, মহাখালীতে মে মাসে

চলতি নভেম্বরে ধানমন্ডিতে, মহাখালীতে মে মাসে

# নভেম্বরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স
# আগামী বছরের মে মাসে মহাখালীর এসকেএস টাওয়ারে চালু হবে
# এছাড়া আরও কয়েকটি মাল্টিপ্লেক্সের সম্ভাবনা রয়েছে

সিনেমাপ্রেমী দর্শকদের জন্য সুসংবাদ নিয়ে এলো ‘স্টার সিনেপ্লেক্স’। বিশেষ করে রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, রামপুরাসহ ঢাকা উত্তরের দর্শকদের জন্য খবরটা বেশ আনন্দের।

রাজধানীর মহাখালীতে নবনির্মিত এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ারে চালু হতে যাচ্ছে ‘স্টার সিনেপ্লেক্স’-এর আরেকটি মাল্টিপ্লেক্স সিনেমা হল।

গত ৩১শে অক্টোবর শো-মোশন লিমিটেড এবং এসকেএস টাওয়ার কর্তৃপক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী বছরের মে মাস নাগাদ মাল্টিপ্লেক্সটি চালু হবে বলে জানান শো-মোশন লিমিটেড (স্টার সিনেপ্লেক্স)-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

এছাড়া এই মাসেই ঢাকার সীমান্ত স্কয়ারে আরেকটি মাল্টিপ্লেক্স চালু হতে যাচ্ছে।

২০০৪ সালের ৮ই অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’।

এদিকে ৫ নভেম্বর কক্সবাজারে স্টার সিনেপ্লেক্সের প্রযোজনায় ‘ফ্রি’ নামের একটি সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে। তানিম রহমান অংশুর প্রযোজনায় অভিনয় করছেন শরিফুল রাজ ও সুনেহরা বিনতে কামাল। এর আগে প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত হয় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares