Select Page

‘চলো নিরালায়’ গানে মন কাড়লো ‘পরাণ’

‘চলো নিরালায়’ গানে মন কাড়লো ‘পরাণ’

প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায়, চলো নিরালায়। মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়…

রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ছবির প্রথম গান ‘চল নীরালায়’ উন্মুক্ত হয়েছে অনলাইনে। জনি হকের কথায় গানটি সুর ও সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার ও আতিশা আনিশা। গানের ভিডিওতে দেখা গেছে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে।

রবিবার প্রকাশ হয় কয়েক সেকেন্ডের টিজার। তখনই সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠে গানটি। পরদিন পুরো গান প্রকাশ হতেই সমাদর মেলে।

২০১৯ সালে রায়হান রাফী শুটিং শুরু করেছিলেন ‘পরাণ’। কথাছিল ২০২০ এর ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাবে। এরপর তো করোনা মহামারী শুরু হল। অবশেষে বহুল আলোচিত ছবিটি সিনেমা হলে আসছে।

রায়হান রাফী জানান, ছবিটি এবারের সিনেমা হলে ঈদে মুক্তি পাবে। সে অনুযায়ী তারা প্রস্তুতি শুরু করেছেন।

ছবিটি নিয়ে পরিচালক বলেন, পরাণ একটি প্রেমের ছবি। মফস্বলের প্রেম বলতে পারেন। আর বলতে পারি এটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি।

 ‘পরাণ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এতে আরও আছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী ও নাভেদ পারভেজ। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।


Leave a reply