Select Page

‘চাঁদনী’র ২৫ বছর

‘চাঁদনী’র ২৫ বছর

chadni-shabnaz-nayem

১৯৯১ সালের ২ অক্টোবর মুক্তি পায় স্মরণীয় চলচ্চিত্র ‘চাঁদনী’। টিনেজ প্রেমের এ সিনেমার মাধ্যমে বিখ্যাত নির্মাতা এহতেশামুর রহমান উপহার দেন নতুন দুই মুখ নাঈম ও শাবনাজ। তাদের মাধ্যমে শুরু হয় ঢালিউডে একঝাঁক নতুন তারকার আগমন।

এ দুই তারকা অভিষেকের রজতজয়ন্তী উপলক্ষে উদ্যোগ নিয়েছেন ‘চাঁদনী স্মরণসন্ধ্যা’র। ১৯ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে বিশেষ এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন গুণী চলচ্চিত্রকার আজিজুর রহমান।

‘চাঁদনী স্মরণসন্ধ্যা’ প্রসঙ্গে নাঈম বলেন, “চাঁদনী’র নির্মাতা গুরু এহতেশাম সাহেব আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা দুজনই তাকে প্রতিনিয়ত অনুভব করি। সত্যি বলতে কী, বাংলাদেশের চলচ্চিত্রে তার যে অবদান তা এড়িয়ে যাওয়ার বা অস্বীকার করার কোনো উপায় নেই। ‘চাঁদনী’র রজতজয়ন্তীতে তাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি।”

এদিকে শাবনাজ বলেন, ‘আমরা এখন আর কাজ না করলেও চলচ্চিত্রকে আমাদের পরিবারের মতোই মনে করি। এখানে একজনের সাফল্যে যেমন আনন্দিত হই, তেমনই এখানে কারো কষ্ট দেখলে নিজের ভেতরও কষ্ট অনুভব করি সমান অনুভূতি নিয়ে। কারণ, আমি আর নাঈম এখানেই একে অপরের সান্নিধ্যে এসেছি। সর্বোপরি মহান আল্লাহ্‌র কাছে কৃতজ্ঞ আমরা চাঁদনী’র রজতজয়ন্তী অনুষ্ঠানটি করতে পারছি।’

মাঝে এ নতুন তারকা নিয়ে বাস্তব জীবনের জুটি ‘চাঁদনী’ রিমেকের ঘোষণা দেন। তার কোনো অগ্রগতি নেই।

মানবজমিন অবলম্বনে।


Leave a reply