Select Page

চারটি পর্দা নিয়ে কেরানীগঞ্জে চালু হচ্ছে ‘লায়ন সিনেমাস’

চারটি পর্দা নিয়ে কেরানীগঞ্জে চালু হচ্ছে ‘লায়ন সিনেমাস’

খুব শিগগিরই বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জে চালু হচ্ছে নতুন চারটি পর্দা নিয়ে মাল্টিপ্লেক্স। এরইমধ্যে এর নির্মাণকাজও শেষ হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘লায়ন সিনেমাস’। খবর মানবজমিন।

পুরান ঢাকার ইসলামপুরের ঐতিহ্যবাহী লায়ন সিনেমা হল ২০০৫ সালে বন্ধ হয়ে যায়। মূলত এই সিনেমা হলের কর্তৃপক্ষ এই নতুন চার সিনেমা হল নির্মাণ করছেন।

প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবদুল খালেক বলেন, ‘মূলত সিনেমাকে ভালোবেসেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

২৫ কাঠা জমির ওপর ১৬ হাজার বর্গফুটে তৈরি হচ্ছে কেরানীগঞ্জে নতুন চারটি অত্যাধুনিক সিনেমা হল। আর হলের নিচেই থাকছে ব্যায়ামাগার, বাচ্চাদের খেলার জোন, সুইমিংপুল।

পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এই সিনেমাহলে দর্শক আধুনিক সব সুযোগ সুবিধা পাবে। প্রতিটি হলে ২৩৫টি আসন করে মোট ৯৪০টি আসন থাকবে। আগামী ঈদে দেশ-বিদেশের সিনেমা প্রদর্শনীর মাধ্যমে চারটি হলই একসঙ্গে চালু হবে বলে আশা করছি।

একসঙ্গে নতুন চারটি সিনেমা হল এবং পুরান লায়ন সিনেমা হলের পুনর্যাত্রা চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক বলে জানালেন প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন।

তিনি বলেন, বড় পরিসরে আসছে এই চারটি সিনেমা হল। এক ছাদের নিচে শপিং, খাবার এবং বিনোদনের সকল সুবিধা থাকছে। বর্তমান সময়ে আধুনিক সুবিধা নিয়ে দর্শকের জন্য লায়ন সিনেমার এমন উদ্যোগ সত্যিই প্রেরণাদায়ক।


মন্তব্য করুন