Select Page

‘চালবাজ’ ট্রেলার দেখুন, আর বলুন যৌথ প্রযোজনা কিনা?

‘চালবাজ’ ট্রেলার দেখুন, আর বলুন যৌথ প্রযোজনা কিনা?

প্রকাশ হয়েছে  শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘চালবাজ’-এর ট্রেলার।

সিনেমাটির নির্মাণের আগে বেশ ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল— যৌথ প্রযেজানার সিনেমা। পরিচালক দুইজন জয়দীপ মুখার্জি ও অনন্য মামুন।

আর এসকে মুভিজের ইউটিউবে প্রকাশিত ট্রেলারে না থাকলো যৌথ প্রযোজনার স্বীকৃতি না থাকল দুই পরিচালকের নাম।

এর জন্য নিশ্চয় অনন্য মামুনের লজ্জা হবে না। আত্মসম্মান থাকলে এ ধরনের সিনেমার সঙ্গে যুক্ত হতেন না তিনি। শাকিব খানকে নিয়ে নতুন কিছু বলার থাকতে পারে কী?

পুরো ট্রেলার জুড়ে শাকিব খান ছাড়া কোনো বাংলাদেশি অভিনয়শিল্পী খুঁজে পাবেন না। হ্যাঁ, দূরবীণ লাগিয়ে খুঁজলে পেতেও পারেন । এক-দুই সেকেন্ডের জন্য।

গানের লিরিকে হিন্দি না হলে চলছে না। নইলে কলকাতার দর্শকরা নিশ্চিত হতে পারবেন না- এটা নিজেরে দেশি সিনেমা।

ঝকঝকে তকতকে ট্রেলার হলেও খুব একটা উপাদেয় হয়েছে- তেমন নয়।

এছাড়া যে তামিল সিনেমার নকল তাও বাংলাদেশি দর্শকের আগে দেখা। যাই হোক, শাকিব খান বলে কথা! তার কিছুই ভক্তদের অপছন্দ হয় না।


মন্তব্য করুন