Select Page

চালু হচ্ছে শ্যামলী সিনেপ্লেক্স

চালু হচ্ছে শ্যামলী সিনেপ্লেক্স

AlamgirHall-20শ্যামলী সিনেপ্লেক্স নিয়ে এতদিন অনেক জল্পনা-কল্পনা ছিল। অবশেষে সে কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। এ মাসেই চালু হতে যাচ্ছে সিনেপ্লেক্সটি।

জানা গেছে এপ্রিলের ১২ তারিখে শ্যামলী সিনেপ্লেক্সে খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো‘ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এরপর ১৪ তারিখ থেকে নিয়মিত প্রদর্শনী হবে।

এ সিনেপ্লেক্সটির মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের আরেকটি দাবি পূরণ হচ্ছে।

শ্যামলী সিনেমা হল ঢাকা ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহের মধ্যে একটি।  কয়েকবছর আগে হলটি ভেঙ্গে শপিংমল তৈরির প্রক্রিয়া শুরু হয়।

মলটি এখনো সম্পূর্ণ প্রস্তুত নয়। তার আগে আধুনিক প্রযুক্তিসম্পন্ন সিনেপ্লেক্সটি খুলে দেওয়া হচ্ছে।


মন্তব্য করুন