Select Page

চিত্রায়ন শেষে ‘রঙ্গের দুনিয়া’

চিত্রায়ন শেষে ‘রঙ্গের দুনিয়া’

shah-abdul-karim

বেশ আগে শোনা গিয়েছিল গীতিকবি ও গায়ক শাহ আবদুল করিমের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘রঙ্গের দুনিয়া’। এবার শোনা যাচ্ছে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

সিদ্দিকী হারুনের চিত্রনাট্যে ‘রঙ্গের দুনিয়া’ পরিচালনা করেছেন মোক্তাদির ইবনে ছালাম। বর্তমানে সেন্সর বোর্ডে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ছবিতে শাহ আবদুল করিমের বিভিন্ন বয়সে ভূমিকায় অভিনয় করছেন  ফারদিন, আগুন ও খায়রুল আলম সবুজ।

করিমের স্ত্রী সরলা চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। তাকে উপস্থাপন করা হয়েছে তিনটি ভিন্ন বয়স এবং ভিন্ন রূপরেখায়। কাহিনী চিত্রে সরলা চরিত্রটির বয়স শুরু হয়েছে ১৭ থেকে যা শেষ হয় ৬৫-তে গিয়ে।

সূত্র : যুগান্তর


মন্তব্য করুন