Select Page

চিলিতে শ্রেষ্ঠ গাড়িওয়ালা

চিলিতে শ্রেষ্ঠ গাড়িওয়ালা

bd-2

আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র গাড়িওয়ালা ২১ থেকে ২৪শে মে আয়োজিত চিলির সপ্তম ‘ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ডি সিনে ডি টারাপাকাতে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে।

রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আবদুর রহমান রাজীব, আর জে মুকুল, সিডর সুমন, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আবদুর রহমান রাজীব, ইদ্রিস আলী, জগন্ময় পালসহ চারশ নাট্যকর্মী।

‘গাড়িওয়ালা’ এ বছরের শুরুতে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব রাজস্থান ২০১৪’-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নর্থ ক্যারোলিনা বিশ্ব চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা এবং শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে বিজয়ী হয় গাড়িওয়ালা। সম্প্রতি ইতালির দ্য গালফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে গাড়িওয়ালা। এ ছাড়া ‘গাড়িওয়ালা’ সংযুক্ত আরব আমিরাতে ‘শারজাহ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’, ‘২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘চতুর্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসব’, পাকিস্তানের লাহোরে ‘রাফি পীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘অষ্টম বাংলাদেশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’, ভারতের ‘বিহার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, কম্বোডিয়ার সিয়াম রিপে ‘এংকর ওয়াট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ভারতের মহারাষ্ট্রে ‘সপ্তম নাশিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ভারতের লক্ষ্ণৌতে ‘সপ্তম সিএমএস আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’, ‘ইতালি ভিত্তেরিও ভেনেতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’সহ বিভিন্ন উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়।


মন্তব্য করুন