Select Page

‘চোখ’ দিয়ে জমজমাট হচ্ছে সিনেমা হল, দেখুন তালিকা

‘চোখ’ দিয়ে জমজমাট হচ্ছে সিনেমা হল, দেখুন তালিকা

অক্টোবর থেকে টানা মুক্তি পেতে থাকবে সিনেমা। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবির চূড়ান্ত ঘোষণাও এসেছে। যার শুভ সূচনা হতে যাচ্ছে আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’-এর মাধ্যমে।

১ অক্টোবর ৩৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নিরব, শবনম বুবলি ও জিয়াউল রোশান অভিনীত এ চলচ্চিত্র। রোম্যান্টিক, অ্যাকশন ও খানিকটা ভৌতিক আবহে নির্মিত হয়েছে ‘চোখ’। প্রযোজনা ও পরিবেশনা করছে শাপলা মিডিয়া।

ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অল্প-বিস্তুর প্রচারণা চালাচ্ছেন বুবলি ও রোশান। তবে যেকোনো ধরনের প্রচার এড়িয়ে যাচ্ছেন নিরব। এ নিয়ে সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক।

এবার দেখে নেওয়া যাক হল তালিকা—

ঢাকা: স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, স্টার সিনেপ্লেক্স সনি, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, গীত, সৈনিক ক্লাব ও নিউ গুলশান।

ঢাকার বাইরে: সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা (সাভার), চলন্তিকা, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বর্ষা (গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুন্সীগঞ্জ), নন্দিতা (সিলেট), রুনা, ঝংকার (নরসিংদী), সিনেমা প্যালেস, সুগন্ধা (চট্টগ্রাম), সঙ্গীতা, লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), পুরবী (ময়মনসিংহ), সত্যবতী (শেরপুর), শাপলা (রংপুর), পূর্বাশা (বগুড়া), মালঞ্চ, মাধবী, রাজিয়া (টাঙ্গাইল), মোহন (হবিগঞ্জ) ও তামান্না (সৈয়দপুর)।


মন্তব্য করুন