Select Page

চ্যানেল আইয়ে ৫ সিনেমার প্রিমিয়ার

চ্যানেল আইয়ে ৫ সিনেমার প্রিমিয়ার

krishnopokko6

ঈদুল আজহায় চ্যানেল আইতে দেখানো হবে ছয়টি চলচ্চিত্র। সবকটি চলচ্চিত্রই প্রথমবারের মতো বাংলাদেশের টিভি দর্শকরা দেখবে। এর মধ্যে একটি বাদে বাকি ৫টি দেশি সিনেমা।

রওশন আরা পরিচালিত ছবি ‘মহুয়া সুন্দরী’ প্রচার হবে ঈদের দিন বেলা আড়াইটায়। অভিনয় করেছেন পরী মনি, সুমিত সাহা, সাদেক বাচ্চু, সুচরিতা, মামুনুর রশীদ, জয়রাজ প্রমুখ।

দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস থেকে নির্মিত ও মেহের আফরোজ শাওন পরিচালিত ছবি চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। অভিনয় করেছেন মাহি, রিয়াজ, ফেরদৌস, তানিয়া আহমেদ, আরফান আহমেদ, তারিক স্বপন, পাভেল আজাদ, ফারুক আহমেদ, কাদের চৌধুরী, পূজা ও স্বাধীন খসরু প্রমুখ।

তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হব ‘শঙ্খচিল’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, কুসুম সিকদার, মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, শাকিল আহমেদ, উষসী চক্রবর্তী, রিয়াজ মাহমুদ জুয়েল, দীপঙ্কর দে, অরিন্দম শীল, শাহেদ আলীসহ আরও অনেকে।

musafir-2

আরিফিন শুভ অভিনীত ‘মুসাফির’ দেখানো হবে পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে। আশিকুর রহমান পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন মারজান জেনিফা, মিশা সওদাগর, প্রসূন আজাদ, শিমুল খান, আফজাল শরীফ, টাইগার রবিসহ অনেকে।

ষষ্ঠ দিন প্রচারিত হবে টনি ডায়েস ও পপি অভিনীত ছবি ‘পৌষ মাসের পিরীত’। পরিচালনা করেছেন নারগিস। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে ছবিটি।


মন্তব্য করুন