Select Page

চ্যানেল নাইনে ‘জলেরও জলছবি’

চ্যানেল নাইনে ‘জলেরও জলছবি’

Poster1 (2)চ্যানেল নাইন-এ প্রচারিত হতে যাচ্ছে পদ্মা নদী নিয়ে নির্মিত আহসিফ খান এর প্রামাণ্যচিত্র ‘জলেরও জলছবি- দি সং অফ পদ্মা’। চ্যানেল নাইনের সাপ্তাহিক অনুষ্ঠান ফিল্ম টকিজ-এ প্রামাণ্যচিত্রটি প্রচারের সাথে সাথে ছবিটি নিয়ে কথা বলবেন নির্মাতা।

নির্মাতা সুত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর ২০১৩, শুক্রবার রাত ৮ টা ২৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের সহায়তায় নির্মিত প্রামাণ্যচিত্রটি গত জানুয়ারী মাসে চিলড্রেন ফিল্ম ফেস্টিভালে ঢাকা, রাজশাহী ও রংপুরে প্রদর্শিত হয়।

প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে ফরেভার থার্টি টু ফিল্মস।

অনুষ্ঠানটি একইদিন রাত ১২ টায় পুন:প্রচার করা হবে।


মন্তব্য করুন