Select Page

ছাড়পত্রের অপেক্ষায় ফারুকীর ‌‘শনিবার বিকেল’

ছাড়পত্রের অপেক্ষায় ফারুকীর ‌‘শনিবার বিকেল’

# সেন্সরে জমা পড়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল
# সিনেমাটির দৃশ্যায়ন হয় গত বছরের জানুয়ারিতে
# গুঞ্জন আছে হলি আর্টিজানের ঘটনা নিয়ে ‘শনিবার বিকেল’ নির্মাণ করা হয়েছে

মোস্তফা সরয়ার ফারুকীর ‌‘শনিবার বিকেল’ তথা ‘স্যাটারডে আফটারনুন’ সিনেমায় অভিনয় করেছেন অস্কার মনোনীত ‘ওমর’ সিনেমার অভিনেতা ইয়াদ হুরানী এবং বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটির দৃশ্যায়ন হয় গত বছরের জানুয়ারিতে।

সম্প্রতি সেন্সরে জমা পড়েছে সিনেমাটি। এর নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় বছর খানেক আগেই। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, শিগগিরই সেন্সর বোর্ডের সদস্যরা দেখবেন এই সিনেমা।

গুঞ্জন আছে হলি আর্টিজানের ঘটনা নিয়ে ‘শনিবার বিকেল’ নির্মাণ করা হয়েছে।

এ প্রসঙ্গে ফারুকী প্রথম আলোকে বলেছিলেন, ‘এটা ঠিক যে অনেকেই বলছে এই ছবিটা হোলি আর্টিজান ঘটনা নিয়ে। আমি বলব যে এই ছবিটি হোলি আর্টিজান ঘটনার ইন্সপিরেশনে নির্মিত। হোলি আর্টিজানে ট্র্যাজেডি যেমন আছে, তেমনি আছে বীরত্বগাথা—এসব আমাদের অনুপ্রেরণা। এটা কোনোভাবেই হোলি আর্টিজান ঘটনা নিয়ে নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের গল্পের চরিত্রগুলোর সঙ্গে হোলি আর্টিজানের ঘটনার চরিত্রের সঙ্গে কোনো মিল নেই। তবে হোলি আর্টিজানের চরিত্রগুলোর আত্মত্যাগ, কোথাও কোথাও বীরত্বগাথা আছে—এই বীরত্ব এবং আত্মত্যাগ থেকে আমরা উৎসাহ নিয়েছি। আমি অন্য রকম একটা গল্প বলতে চেয়েছি।’

বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই সিনেমায় বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়ালও প্রযোজকের দায়িত্বে রয়েছে বলে জানা যায়।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মাহমুদুজ্জামান বাবু। ইরেশ জাকের, ইফতেখার দিনার, গাউসুল আজম শাওন ও আনোয়ার হোসেন।


মন্তব্য করুন