Select Page

ছাড়পত্র পেল ‘রানআউট’

ছাড়পত্র পেল ‘রানআউট’

11045354_792728317484043_5776944106710454965_n

অনকাট সেন্সর ছাত্রপত্র পেল আলোচিত চলচ্চিত্র ‘রানআউট’। তন্ময় তানসেন পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সজল, মৌসুমী নাগ, রোমানা স্বর্ণা, তারিক আনাম খান, ওমর সানি ও তানভীর হোসেন প্রবাল। আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম। স্টুডিও ডকইয়ার্ডের করা মিউজিকে গানটি গেয়েছেন রূপম এবং কর্ণিয়া।

চলচ্চিত্রটি সেন্সরের জন্য জমা দেয়া হয় মার্চের প্রথম সপ্তাহে। ২৫ মার্চ সেন্সর শো অনুষ্ঠিত হয়। বোর্ডে থাকা সদস্যরা ‘রানআউট’ এর প্রশংসা করেন। পরে আনকাট সেন্সর ছাড়পত্র দেওয়া হয়।

‘রানআউট’ এর কাহিনীতে দেখা যাবে, নয়টা থেকে পাঁচটা চাকরী, আঙ্গুল আর আঙ্গুলের ছোঁয়ায় প্রেমিকার ভালবাসা নিয়ে ভালোই কাটছিল কিশোরের সাধারণ জীবন। কিন্তু শহরে ঘটে যাওয়া এক শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু, কিশোরের জীবনকে আর সাধারণ থাকতে দেয় না, কিশোরকে ঠেলে দেয় অন্ধকার জগতে। যে জগতে তার ইচ্ছার বিরুদ্ধেই সব কিছু করতে হয়। মনের গহীন কোণে লুকিয়ে থাকা সেই অতীত জগতের আলো বারবার বুক ফুঁড়ে বেড়িয়ে আসতে চায়, হৃদয়ের কোণে উকি দেয় প্রেমিকা নীলার মুখখানা, ছোট্ট সুখের ঘরের স্বপ্ন।

কিন্তু সব কিছুই চাঁপা পড়ে এই অন্ধকার জগতের কালির নিচে। যেখানে আইনও নিজেই নিজের উপর কালির প্রলেপ মেখে নিয়েছে। স্রোতের টানেই গা ভাসাতে হয় কিশোরকে। আর কিশোরের এ স্রোতের দিক নিয়ন্ত্রণ করে জেনিথ। কঠিন বাস্তবতা আর মানুষরূপী হায়েনার শিকার হয়েই জেনিথেরও এ জগতে ঠাই। জীবন সমুদ্রের অন্ধকার তলদেশে জেনিথ আর কিশোরের বিচরণ নিয়েই চলতে থাকে রানআউট।


মন্তব্য করুন