Select Page

ছিটকে পড়ল পূর্ণিমার মোটরসাইকেল, ফেরদৌসও আহত

ছিটকে পড়ল পূর্ণিমার মোটরসাইকেল, ফেরদৌসও আহত

ফাইল ফটো

# মোটরসাইকেল চালাচ্ছিলেন পূর্ণিমা, পেছনে ছিলেন ফেরদৌস
# হঠাৎ রাস্তায় স্লিপ কাটলে দুই তারকাই ছিটকে পড়েন
# ব্যথার পাশাপাশি বেশ রক্ত ক্ষরণ হয় দুজনের। এর পর নেওয়া হয় হাসপাতালে
# শুটিং চলছিল নোয়াখালীর চর এলাকায়

‘আজ সকালে মোটরসাইকেলের একটি দৃশ্যের শুটিং হচ্ছিল। গতকাল শনিবার এই দৃশ্যের শুটিং হয়েছে। কিছু কাজ বাকি ছিল। সেটাই আজ করা হয়। মোটরসাইকেল চালাচ্ছিলেন পূর্ণিমা। পেছনে বসে ছিলেন ফেরদৌস। কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় স্লিপ কেটে তাদের মোটরসাইকেল উল্টে যায়।’

এভাবে ফেরদৌস ও পূর্ণিমার দুর্ঘটনার শিকার হওয়া প্রথম আলোকে বর্ণনা করলেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল

রোববার সকালে ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চরমণ্ডলে। সেখানে ‘গাঙচিল’ ছবির শুটিং করছেন তাঁরা।

নেয়ামুল আরও বলেন, ‘ফেরদৌস আর পূর্ণিমা ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে যান। দুজন যথেষ্ট ব্যথা পেয়েছেন। দুজনেরই শরীরের কিছু স্থানে কেটে গেছে। সেখান থেকে রক্ত ঝরেছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’

দুই তারকাকে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  এর আগে ঘটনার পর ফেরদৌস আর পূর্ণিমাকে বিশ্রামে রাখা হয়। কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় তাঁদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

ফেরদৌস বলেন, ‘প্রচণ্ড ব্যথা পেয়েছি। পূর্ণিমাও। আমি ব্যথা পেয়েছি সোল্ডারে আর পূর্ণিমা পায়ে। দুজনেরই খুব ব্যথা হচ্ছে। পূর্ণিমার পা ফুলে গেছে। হাসপাতালে যাচ্ছি। দেখি ডাক্তার কী বলেন।’

৬ ফেব্রুয়ারি থেকে চরমণ্ডল আর চর এলাহিতে ‘গাঙচিল’ ছবির শুটিং করছেন ফেরদৌস ও পূর্ণিমা। শনিবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন আনিসুর রহমান মিলন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি।

পূর্ণিমা ২০১৮ সালের শেষ দিকে সিনেমাটির প্রস্তুতি হিসেবে মোটরসাইকেল চালানো শেখেন। এতে তাকে দেখা যাবে এনজিও কর্মীর চরিত্রে। সাংবাদিকের ভূমিকায় আছেন ফেরদৌস।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

[wordpress_social_login]

Shares