Select Page

ছোটপর্দায় শাকিব-অনন্তর সরব উপস্থিতি

ছোটপর্দায় শাকিব-অনন্তর সরব উপস্থিতি

9519

ঈদে ছোটপর্দায় আয়োজনের কমতি থাকে না। তাতে বাড়তি মাত্রা যোগ করে চলচ্চিত্র ও চলচ্চিত্র তারকাদের আনাগোনা। রেডিওতে শোনা গেছে কারো কারো কথা।

এবার ঈদে ত্রিশের অধিক অনুষ্ঠানে দেখা গেছে বড়পর্দার তারকাদের। এর মধ্যে শীর্ষে ছিলেন শাকিবঅনন্ত। তাদের অনুষ্ঠানের প্রোমো দেখানো হয়েছে ঘন ঘন। পত্রিকায় নিউজও হয়েছে বেশ।

প্রতিটি চ্যানেল গড়ে ৭টি করে সিনেমা প্রচার করছে। এর মধ্যে গড়ে ৫টি সিনেমা শাকিব খান অভিনীত। বলা বাহুল্য বেশির ভাগ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন অপু। অন্যদিকে অনন্ত অভিনীত সিনেমার সংখ্যা মাত্র ৬টি। এর মধ্যে ৩টি সিনেমা দেখানো হয়েছে বিভিন্ন চ্যানেল।

https://www.youtube.com/watch?v=2GlMS91rziE

আড্ডার অনুষ্ঠানেও ছিল শাকিব-অনন্তের প্রাধান্য। শাকিব তার নায়িকাদের নিয়ে হাজির হয়েছেন বেশক’টি অনুষ্ঠানে। অনন্ত আর বর্ষাকে দেখা গেছে কয়েকটি চ্যানেলে। অনন্ত সবসময় অন্যদের চেয়ে এগিয়ে থাকেন। এবার হাজির হয়েছেন রেডিওতে। আরজে সাকিব ও শারমীনের উপস্থাপনায় একটি রেডিও নেক্সটে তিনি প্রাণবন্ত আড্ডা দিয়েছেন। সেখানে গান গেয়ে চমকেও দিয়েছেন। টিভির একটি অনুষ্ঠানেও তাকে খালি গলায় গাইতে দেখা গেছে। নিচের লিংকে তার প্রোমো দেখুন।

https://www.facebook.com/feral.c.sam/posts/903262243103565?pnref=story

সব মিলিয়ে বিশেষ আয়োজনে বড়পর্দার তারকাদের উপস্থিতি ভিন্ন মাত্রার যোগ করে।


মন্তব্য করুন