Select Page

ছয় ছবির নায়িকা আইরিন

ছয় ছবির নায়িকা আইরিন

image_1279_357897র‌্যাম্পের আইরিন এখন হাফ ডজন চলচ্চিত্রের নায়িকা। তুমুল ব্যস্ততায় কাটছে তার সময়। ছবিগুলোর কোনোটার শুটিং শেষের দিকে, কোনোটা মাঝপথে, কোনোটা শুরু হয়েছে কেবল।

প্রথম ছবি ‘প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা’ থেকে শুরু করে আফসানা মিমির ‘রান’ পেরিয়ে তিনি এখন কণ্ঠে তুলেছেন ‘ভালবাসা জিন্দাবাদ’।

আছে আরো তিনটি ছবি- ফয়সাল রেতদির ‘এ কেমন প্রেমের গল্প’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ এবং গাজীউর-শাহজাহানের ‘সেই তুমি’।

একেকটি ছবিতে ভিন্ন ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রতিটি ছবিই আগামী দিনে চলচ্চিত্রে তাঁর একটা পোক্ত অবস্থানের কথা বলছে।

র‌্যাম্প ও মডেলিংয়ে পর কয়েকটি নাটকে উপস্থিত হয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, অভিনয়ও জানেন তিনি! তাঁর সেই চেষ্টা সার্থকতার হাত ধরে চলতে শিখবে তখনই, যখন আইরিন হাজির হবেন সিনেমা হলের বড় পর্দায়। সে পর্যন্ত চোখ-কান বুজে ধৈর্য ধরে লেগে আছেন আইরিন।

সুত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন