Select Page

ছয় দিনে ১৩ নাটক

ছয় দিনে ১৩ নাটক

বিশেষ দিন মানেই চ্যানেল আই— এটা এখন পরিচিত শ্লোগান। প্রতিবারের মতোই ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় চ্যানেলটি প্রচার করবে খ্যাতিমান নির্মাতাদের ১৩ নাটক।

ঈদের আগের দিন দেখানো হবে রেজানুর রহমান পরিচালিত নাটক ‘জাদুকর’, রচনাও করেছেন তিনি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সামিয়া সাঈদ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

এছাড়া ঈদের দিন থেকে ষষ্ঠদিন প্রতিদিন দুটি করে নাটক প্রচার হবে। প্রচার সময় রাত ৭টা ৫০ মিনিট ও ৯টা ৩৫ মিনিট।

ঈদের দিন : হুমায়ূন আহমেদের গল্পে ‘থ্রি টু ওয়ান জিরো অ্যাকশান’ পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয়ে প্রাণ রায়, স্পর্শিয়া, জয়ন্ত চট্টোপাধ্যায়, ঝুনা চৌধুরী, সুভাশিষ ভৌমিক প্রমুখ। সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘মহারাণী’তে অভিনয় করেছেন আজাদ, শশী প্রমুখ।

দ্বিতীয় দিন : রাবেয়া খাতুনের গল্পে নির্মিত ‘প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা’ পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে তৌকীর আহমেদ, এ্যালেন শুভ্র, সুষমা, শাহানা সুমী, আবুল হায়াত, শিরিন আলম, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। ‘অসামাজিক’ রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে মাহফুজ আহমেদ, সুমাইয়া শিমু, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।

তৃতীয় দিন : ‘যাতনা’ পরিাচলনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে চঞ্চল চেীধুরী, উর্মিলা কর, মামুনুর রশীদ, ফারুক আহমেদ, ওয়াসেক প্রমুখ। ‘দরজার ওপারে’ বদরুল আনাম সৌদের রচনায় পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয়ে মাহফুজ আহমেদ, সাদিয়া ইসলাম মৌ, রওনক হাসান প্রমুখ।

চতুর্থ দিন : ‘স্বার্থ সকল সুখের মূল’-এ মীর সাব্বিরের পরিচালনায় অভিনয় করেছেন তানভীন সুইটি, শাহরিয়ার নাজিম জয়, দীপা খন্দকার, নাদিয়া, ফারজানা চুমকী, জিতু আহসান, রোজি সিদ্দিকী, তানজিকা, শাহেদ, তমালিকা কর্মকার, ফারুক আহমেদ ও মীর সাব্বির প্রমুখ। ‘ইস্যু’ রচনা করেছেন কচি খন্দকার ও পরিচালনায় রাজিব রসুল। অভিনয়ে মোশাররফ করিম, তানজিন তিশা, আ খ ম হাসান, সালাউদ্দিন লাভলু, কচি খন্দকার, সোহেল খান প্রমুখ।

পঞ্চম দিন : ‘ফ্ল্যাশ মব’ পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে ইভানা, প্রথমা, শাহেদ, রিদি, সৌভিক, টাইগার রবি, জিয়াউল হাসান কিসলু, হিন্দোল রয় প্রমুখ। ‘লাল নীল হলুদ বাতি’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন আফরান নিশো, মিথিলা, সাইকা আহমেদ, কিসলু আহমেদ প্রমুখ।

ষষ্ঠ দিন : ‘দূরে থেকেও কাছে’ রচনা ও পরিচালনা করেছেন পৃথুরাজ। অভিনয়ে বিদ্যা সিনহা মীম, শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী প্রমুখ। ‘বুকের ভেতর বৃষ্টি পরে’ রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে কুসুম শিকদার, আজাদ, তারিক আনাম খান প্রমুখ।


মন্তব্য করুন