Select Page

জটিলতায় পড়ে মাত্র ৮ হলে ‘ন ডরাই’

জটিলতায় পড়ে মাত্র ৮ হলে ‘ন ডরাই’

প্রথম সপ্তাহে অর্ধশত হলে মুক্তির কথা শোনা গেলেও জটিলতায় পড়ে মাত্র আটটি সপ্তাহে মুক্তি পেয়েছে ‘ন ডরাই’। তানিম রহমান অংশু পরিচালিত সিনেমাটির বিষয়বস্ত সার্ফিং।

জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে দুটি নতুন সিনেমা মুক্তির প্রথা চালু রয়েছে। কিন্তু বাংলাদেশি ‘ইন্দুবালা’ ও আমদানিকৃত ‘পাসওয়ার্ড’ও মুক্তি পাচ্ছে এ সপ্তাহে।

বেশ আগে মুক্তির ঘোষণা দিয়েছে ‘ন ডরাই’। কিন্তু বৃহস্পতিবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অনুমোদনের জন্য আবেদন করা হয়নি বলে জানা গেছে।

সেদিন লচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস ব্যবস্থাপক সৌমেন রায় সারাবাংলাকে বলেন, এক সপ্তাহে তিনটি ছবি মুক্তি পাওয়ার নিয়ম নেই। আমরা নিয়ম ভাঙতে পারব না। তবে ‘ন ডরাই’ যদি শুধু সিনেপ্লেক্সে মুক্তি দেয় তাহলে ছবিটিকে আমরা মুক্তির জন্য অনুমতি দেব। আমরা ছবির প্রযোজককে আবেদনপত্র নিয়ে আসতে বলেছি। সেই আবেদনপত্রে যদি লেখা থাকে যে, শুধুমাত্র সিনেপ্লেক্সে মুক্তি পাবে তাহলে বিশেষ বিবেচনা করা হবে।

অবশ্য প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ইচ্ছে করেই প্রথম সপ্তাহে একসঙ্গে অসংখ্য হল কাভার করতে চাইনি। প্রায় শতাধিক হল থেকে সাড়া পেয়েছি। কিন্তু দিয়েছি মাত্র ৮টিতে। এরমধ্যে আমাদেরই তিনটি।’

তিনি আরও জানান, প্রথম সপ্তাহে হল-সংখ্যা কম হলেও পরের সপ্তাহে ন্যূনতম ৫০টি হলে দেওয়া হবে ‘ন ডরাই’।

ছবিটি চলতি সপ্তাহে দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, ধানমন্ডি ও মহাখালী শাখায়। আরও দেখা যাবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার’, শ্যামলী সিনেমা, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, ময়মনসিংহের ‘ছায়বাণী’ ও বগুড়ার ‌‘মম ইন’-এ।

‘ন ডরাই’-এর অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন সুনেরা বিনতে কামাল ও শরিফুল রাজ।

এ দিকে পরের সপ্তাহে মুক্তির কথা রয়েছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’। যদিও সিয়াম আহমেদ ও পরী মনির ছবিটি নিয়ে দর্শক আগ্রহ থাকলেও এখনো টিজার-ট্রেলার কিছুই প্রকাশ হয়নি।তবে এই ছবি মুক্তি পেলে জোর প্রতিযোগিতায় পড়বে ‘ন ডরাই’।

 


মন্তব্য করুন