Select Page

জনগণের টাকায় শাকিব খানের সিনেমাটি কবে হবে?

জনগণের টাকায় শাকিব খানের সিনেমাটি কবে হবে?

সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছিলেন শাকিব খান। আবেদেন সহ-প্রযোজক হিসেবে ছিল তার নাম। সেই ছবি হতে এতই দেরি হচ্ছে যে, জনগণের টাকার কথাই ভুলে গেছে দর্শক। বরং মিডিয়াগুলো অন্য ছবির খবর নিয়ে ব্যস্ত। এমনকি একই নামের ছবি খবর দিলেও এড়িয়ে যায় সরকারি অনুদানের বিষয়টি।

সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয় সরকারি অনুদানের সিনেমা। বিশেষ ক্ষেত্রে সময় বাড়ানোর নিয়ম রয়েছে। কিন্তু ২০২১-২২ অর্থবছরে অনুদান পাওয়া ‘মায়া’র কাজ শুরু হয়নি। একইসঙ্গে অনুদান পাওয়া অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে বছরখানেক আগে।

‘মায়া’ নিয়ে এর আগে একাধিকবার মন্তব্য করেছিলেন পরিচালক হিমেল আশরাফ। অনেক দিন ধরে সেই সিনেমা নিয়ে কোনো মন্তব্য নেই। বর্তমানে শাকিবের সঙ্গে করছেন ‘রাজকুমার’। মুক্তি পাবে আগামী ঈদে।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ব্যবসায়িক সফল সিনেমা শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছিলেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় আছে এই ত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’। এর মাঝেই নিজেদের তৃতীয় সিনেমার ইঙ্গিত দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান।

এক ফেসবুক পোস্টে শাকিব খান ও পরিচালক আরশাদ আদনানের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাদের ত্রয়ীর তৃতীয় আসছে, শিগগিরই ইনশাআল্লাহ।’

সিনেমাটির ব্যাপারে বিস্তারিত না জানালেও পোস্টটির মন্তব্যের ঘর ভরে গেছে শাকিব ভক্তদের শুভেচ্ছা বার্তায়। এই ত্রয়ীকে সবাই জানিয়েছেন, শুভকামনা। অনেকেই বলছেন, এটিই হতে যাচ্ছে ‘মায়া’। কিন্তু সরকারি অনুদানের বিষয়টি কোথাও উল্লেখ হয়নি।

আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘রাজকুমার’। এরপর কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তুফান’। ঈদুল আজহার তিন মাস বাকি থাকলেও এখনো রায়হান রাফীর ছবিটির শুটিং শুরু হয়নি।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে ভারতের সঙ্গে যৌথভাবে নির্মিত অনন্য মামুন পরিচালিত ‘দরদ’। সিনেমাটি কবে মুক্তি পাবে তা স্পষ্ট নয়। পরিচালকের ভাষায় ৩০টি দেশে একযোগে মুক্তি পাবে ‘দরদ’। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলা, হিন্দি’সহ চারটি ভাষায় মুক্তি পাবে। এই সপ্তাহে ‘দরদ’ বিভিন্ন দেশে সেন্সরের জন্য পাঠানো হবে।

অনন্য মামুন আরো জানান, তাকে আরো দুটি সিনেমার জন্য শিডিউল দিয়েছেন শাকিব খান। এরমধ্যে একটি এরবছর মে মাসের শেষদিকে শুরু হবে, আরেকটির শিডিউল ২০২৫ সালের জন্য দেওয়া হয়েছে। এই দুটি সিনেমাও কলকাতার এসকে মুভিজের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে বলে জানিয়েছেন অনন্য মামুন।

সব মিলিয়ে ‘মায়া’ সহসা আলোর মুখ দেখবে কিনা সন্দেহ রয়েছে।


মন্তব্য করুন