Select Page

জমা পড়েনি চিত্রনাট্য, তবে কীভাবে হচ্ছে যৌথ প্রযোজনার ছবি?

জমা পড়েনি চিত্রনাট্য, তবে কীভাবে হচ্ছে যৌথ প্রযোজনার ছবি?

যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের নতুন নীতিমালা প্রকাশ পেয়েছে গত বছরের ১২ ডিসেম্বর। এর মাস খানেক পর জানুয়ারির শেষ দিকে নতুন নীতিমালার নতুন প্রিভিউ কমিটি গঠিত হয়। এই কমিটি কার্যকর হওয়ার পর নতুন নীতিমালা মেনে প্রিভিউয়ের জন্য এখন পর্যন্ত কোনো নতুন চিত্রনাট্য জমা পড়েনি। এমনটা জানাচ্ছে গণমাধ্যম।

প্রিভিউ কমিটির সভাপতি ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেনের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, কমিটি কার্যকর হওয়ার পর আগের নীতিমালায় নির্মাণ করা ‘নূর জাহান’ ও ‘স্বপ্নজাল’ ছবি দুটি প্রাথমিক অনুমোদন পায়।

নতুন নীতিমালা মেনে চিত্রনাট্য জমা না পড়ায় আমির হোসেন বলেন, ‘আশা করছি, আস্তে ধীরে জমা পড়বে।’ তবে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন নীতিমালায় কঠিন সব শর্তের কারণে এ পদ্ধতিতে ছবি নির্মাণে আগ্রহ হারাচ্ছেন বাংলাদেশ ও কলকাতার প্রযোজকেরা। এ নিয়ে একাধিক ব্যক্তির মন্তব্যও প্রকাশ করেছে পত্রিকাটি।

কিন্তু এদিকে কয়েকটি ছবি নিয়ে প্রশ্ন ওঠেছে।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় দুটি সিনেমার শুটিং হচ্ছে কলকাতায়- সুলতান ও প্রেম আমার ২।

প্রথম সিনেমাটিতে অভিনয় করছেন জিৎ, বিদ্যা সিনহা মিম, তাসকিন রহমানসহ দুই দেশের অনেকেই। বাংলাদেশে একে যৌথ প্রযোজনা বলা হলেও সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি নির্মাতা রাজা চন্দ।

‘প্রেম আমার ২’-তে অভিনয় করছেন ‘নূর জাহান’ জুটি পূজা ও আদৃত।

এদিকে, কয়েকদিনের মধ্যে কলকাতায় শুরু হচ্ছে শাকিব খান ও শ্রাবন্তী জুটির দ্বিতীয় সিনেমা ‘ভাইজান এলো রে’। এ সিনেমায়ও বাংলাদেশের একাধিক অভিনয়শিল্পীকে দেখা যাবে। তবে সিনেমাটি যৌথ প্রযোজনার কি-না স্পষ্ট নয়।

যদি, সিনেমাগুলো যৌথ প্রযোজনার হয়ে থাকে, তবে চিত্রনাট্য জমা না পড়ার বিষয়টি বিস্ময়কর।

তবে হালে নতুন একটি পথ দেখিয়েছে জাজ মাল্টিমিডিয়া। তারা প্রথমে জানায় ‘ইয়েতি অভিযান’ ও ‌‘ইন্সপেক্টর নটি কে’ প্রযোজনা করছে। পরে সিনেমা দুটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পায়।

হুমম… সিনেমা জগতে কত কী যে ঘটে!


মন্তব্য করুন