Select Page

জলির জন্য আফসোস!

জলির জন্য আফসোস!

joli

না, শিরোনামটি নেতিবাচক নয়। আমরা বলছি জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা জলি প্রসঙ্গে। সোমবার প্রকাশ হয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অঙ্গার’র টিজার। এ সিনেমার মাধ্যমে অভিষেক হচ্ছে জলির।

প্রথম ঝলক বলে কথা! তারপরও নায়িকাকে যদি আরেকটু সময় দেখা যেতো। জলি কেমন অভিনয় করেন— এ আগ্রহ তো আছেই। তাই হয়তো এ আফসোস।

১ মিনিটের টিজারটিকে বলা যায় পুরোপুরি অ্যাকশান প্যাক। লড়াইয়ের অন্যতম লাড়কি নায়ক-নায়িকার প্রেম। তা দুই-একটা সংলাপে বোঝা যায়। আর আবহে বাজতে থাকে আকাশের গাওয়া শ্রুতি মধুর গান। আজকাল কলকাতার এ গায়কের গলা বাংলাদেশের সিনেমায় বেশ শোনা যায়। শুধু গায়কের গলাই নয়, গানের সুরও পরিচিত ঠেকে। আরেকটু বৈচিত্র দরকার!

টিজার বলে দিচ্ছে ‌‌‘অঙ্গার’র কাহিনী পার্বত্য এলাকায়। অনেক করিয়ে দেয় জাজের আরেকটি হিট সিনেমা ‌‘পোড়ামন’র কথা।

রোববার ঘোষণা দেওয়া হয় টিজারের। সে অনুসারে সোমবার রাত ৮টায় প্রকাশ হলো। চলতি বছরে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে নতুন বছরের প্রথম দিকে মুক্তি পাবে ‘অঙ্গার’।

‘অঙ্গারে’ জলির বিপরীতে রয়েছেন ভারতের ওম। হ্যা, এটিও যৌথ প্রযোজনার সিনেমা। আরো অভিনয় করছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকেই।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares