Select Page

জসিমের মৃত্যুবার্ষিকীতে বাংলা মুভি ডেটাবেজের শ্রদ্ধাঞ্জলী

জসিমের মৃত্যুবার্ষিকীতে বাংলা মুভি ডেটাবেজের শ্রদ্ধাঞ্জলী

Jasimবাংলাদেশী চলচ্চিত্রে অ্যাকশন ছবির অন্যতম সেরা অভিনেতা ও পথপ্রদর্শক চিত্রনায়ক জসিমের আজ ১৬ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণে অকালে মৃত্যুবরণ করেন অ্যাকশন হিরো জসিম। তার মৃত্যুবার্ষিকীতে বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি) পরিবার জানাচ্ছে আন্তরিক শ্রদ্ধা।

ওয়েবে চিত্রনায়ক জসিম সম্পর্কে খুব সামান্য তথ্যই পাওয়া যায়। চিত্রনায়ক জসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাবলী সংযোজন করার মাধ্যমে বিএমডিবি ক্ষুদ্র আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে চিত্রনায়ক জসিমের প্রোফাইল পাতা তৈরী, জসিম অভিনীত বাংলার নায়ক সিনেমার পাতা তৈরী এবং খাসখবরের সৌজন্যে জসিমের নেতৃত্বে বাংলাদেশের প্রথম স্টান্টম্যান জেমস ফাইটিং গ্রুপের গল্প।

জসিমের প্রোফাইল পাতা পাওয়া যাবে এখানে
জসিম অভিনীত বাংলার নায়ক সিনেমার পাতা পাওয়া যাবে এখানে
বাংলাদেশের প্রথম স্টান্টম্যান জেমস ফাইটিং গ্রুপের গল্প এখানে

চিত্রনায়ক জসিম সম্পর্কে জানুন, বাংলাদেশী চলচ্চিত্রের অন্যতম সেরা নায়ক সম্পর্কে অপরকে জানিয়ে দিন।


মন্তব্য করুন