Select Page

প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশে আটকে গেল রানা প্লাজা

প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশে আটকে গেল রানা প্লাজা

Rana-Plaza-B-235x275প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশে আটকে গেল নজরুল ইসলাম খান পরিচালিত ছবি রানা প্লাজা। সাভারের রানা প্লাজা ধস ও ধ্বংসস্তুপ থেকে বেঁচে ফিরে আসা রেশমাকে নিয়ে আবর্তিত হয়েছে সিনেমাটির কাহিনী।

পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে এমন কারণ দেখিয়ে ‘রানা প্লাজা’ সিনেমাটিকে ছাড়পত্র দেয়া হয়নি। সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার পর এর কাহিনি ও ‍বেশ কিছু দৃশ্য পোশাক শিল্প খাতকে অশান্ত করে তুলতে পারে বলে অভিযোগ করে সেন্সর বোর্ড।

‘রানা প্লাজা’ সিনেমায় পোশাকশ্রমিক ‘রেশমা’র চরিত্রে অভিনয় করছেন পরী মনি। তার বিপরীতে অভিনয় করছেন সায়মন। সায়মনের চরিত্রের নাম টিটু।

সেন্সর বোর্ডের সচিব নিজামুল কবির বিডিনিউজ২৪-কে জানান, খোদ প্রধানমন্ত্রীর অফিস থেকেই সিনেমাটিকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা এসেছে।

“সিনেমাতে গার্মেন্টস ধসের যে দৃশ্যটি দেখানো হয়েছে, তা রীতিমতো ভয়াবহ। এমন দৃশ্য সম্বলিত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলে তার ফলাফল হবে আরও ভয়াবহ। বাংলা সিনেমার বড় দর্শক হচ্ছে গার্মেন্টসকর্মীরা। রানা প্লাজা ধসের ঘটনাটি তাদের আরও উত্তেজিত করে তুলবে। পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠবে এতে।”

সিনেমাটি মুক্তি না দেওয়ার ঘটনাটি মেনে নিতে পারছেন না পরিচালক নজরুল ইসলাম খান। সিনেমাতে রাষ্ট্রবিরোধী কোনো দৃশ্য নেই দাবি করে তিনি বলছেন,  প্রয়োজনে আদালতে যাবেন।

“আমি কোনোভাবেই গার্মেন্টস শিল্পকে অশান্ত করতে এ সিনেমা বানাই নি। সাভার ট্র্যাজেডির সত্যি ঘটনাটিই তুলে ধরতে চেয়েছি। সিনেমাটিকে নিষিদ্ধ করার এমন যুক্তি আমি মানি না।”
এদিকে দুদকের দায়ের করা একটি মামলায় কদিন আগে গ্রেপ্তার হয়েছেন সিনেমার প্রযোজক মোহাম্মদ আলী মানি। তাই ঠিক কোন উপায়ে প্রতিবাদ জানানো হবে- তা নিশ্চিত করে বলতে পারেননি নজরুল।


মন্তব্য করুন