Select Page

জাজের চতুর্থ নায়িকা তিশা!

জাজের চতুর্থ নায়িকা তিশা!

nusrat-imrose-tisha-tanjin-tisha

পাশাপাশি দুজন তিশা। একজনের নাম নুসরাত ইমরোজ তিশা, অন্যতম তানজিন তিশা। তাহলে দুজন কিভাবে জাজের চতুর্থ নায়িকা হন!

এখনো পর্যন্ত জাজের সিনেমায় যে কয়েকজন নায়িকা অভিনয় করেছেন— তারা সবাই জাজের নায়িকা হিসেবেই পরিচিত। অর্থাৎ, নায়ক নির্বাচনে বাড়তি অপশন রাখলেও নায়িকার ব্যাপারে তাদের অবস্থান কঠোর (সম্প্রতি একটি সিনেমায় কলকাতার শ্রাবন্তী অভিনয় করছেন)। জাজে নুসরাত ইমরোজ তিশার আগমন মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’র মাধ্যমে। ফারুকীর প্রভাব বাদ দিলে বলা যায়, আগের ইতিহাস মেনে তিশাই জাজের চতুর্থ নায়িকা! হ্যাঁ, মজার করে এমনটা বলা যায়। কিন্তু জাজ সেটা বলছে না।

‘রক্ত’ সিনেমার নায়িকা নিয়ে ব্যাপক জল ঘোলা হচ্ছে। বেশ কয়েকজন নায়িকার নাম শোনা গেছে। এর মধ্যে তামান্না ইসলামকে নিয়ে জোর গুঞ্জন থাকলেও অস্বীকার করেন তিনি।

পরিচালক মালেক আফসারী জানান, তার সিনেমার নায়িকা বর্তমানে কলকাতায় গ্রুমিংয়ে আছেন। তানজিন তিশার ফেসবুক আকাউন্ট ঘেটে দেখা যায়, বৃহস্পতিবার তিনি কলকাতায় অবস্থান করছিলেন। কলকাতায় কেন?— ফেসবুকে মন্তব্যের ঘরে একজন প্রশ্ন করলেও উত্তর দেননি। মজার বিষয় হল শুক্রবার সকালে কলকাতা থেকেই তিনি ফেসবুকে জাজের সিনেমায় অভিনয়ের বিষয়টি অস্বীকার করেছেন।

এখন দেখার বিষয়, ২৮ এপ্রিল আনুষ্ঠানিক ঘোষণায় জাজ অন্য কোনো চমক দেখায় কি-না!


অামাদের সুপারিশ

১ টি মন্তব্য

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares