Select Page

জাজের চতুর্থ নায়িকা পরী মনি!

জাজের চতুর্থ নায়িকা পরী মনি!

pori-moni

অনেকের হয়ত মনে আছে, জাজ মাল্টিমিডিয়া ২০১৬ সালের ঢাকাই সিনেমা কেমন যাবে— তার একটি পরিকল্পনা জানিয়েছিল মাস কয়েক আগে। সেখানে বেশ গুরুত্ব দেওয়া হয় পরী মনিকে। এবার শোনা যাচ্ছে পরীই হতে যাচ্ছেন জাজের পরের সিনেমার নায়িকা।

সম্প্রতি মালেক আফসারীর পরিচালনায় ‘রক্ত’ নামের সিনেমার ঘোষণা দিয়েছে জাজ। কিন্তু চমক হিসেবে গোপন রাখা হয়েছে নায়ক-নায়িকার নাম। ইতোমধ্যে জাজের কর্নধার আব্দুল আজিজ ইঙ্গিত দিয়েছেন মাহি, নুসরাত ফারিয়া ও জলির প্রতিষ্ঠানটি আনতে যাচ্ছে চতুর্থ নায়িকা। এরপর থেকে অনেকেই হিসেব মেলাতে ব্যস্ত হয়ে আছেন।

নায়ক হিসেবে ইতোমধ্যে চাউর হয়েছে মডেল জিয়াউল পরাণ রিক্ত’র নাম। ঢালিউড টুয়েন্টিফোরের কাছে জাজের সঙ্গে যোগাযোগ বিষয়টি স্বীকার করেন রিক্ত। তবে বেশি বলতে রাজি হয়নি।

পরী মনিকে নিয়ে গুঞ্জন শুরু হয়, তার সাম্প্রতিক কলকাতা সফরের পর। সেখানে নাকি তিনি এসকে মুভিজের কাছে স্ক্রিন টেস্টও দেন। ওই সময় দেবের বিপরীতে তার অভিনয়ের কথা প্রচার হলেও অনেকেই ভাবছেন, ‘রক্ত’তেই দেখা যাবে পরীকে। আর জাজের যৌথ প্রযোজনার সিনেমার অংশীদার হিসেবে এসকে মুভিজের নাম কে না জানে?

এ ছাড়া মালেক আফসারীর শেষ সিনেমা ‘অন্তর জ্বালা’র নায়িকাও পরী।

এখন দেখার পালা ২৮ এপ্রিলের ঘোষণায় জাজ কী জানায়।


মন্তব্য করুন