Select Page

জাজের নায়িকা নন তিনি

জাজের নায়িকা নন তিনি

tamanna-islam

জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘রক্ত’ নিয়ে আলোচনার শেষ নেই। নায়িকা হিসেবে বেশ কয়েকজন তারকার নাম এসেছে ইতোমধ্যে। এর মধ্যে আছেন মডেল তামান্না ইসলাম।

এ অভিনেত্রী বৃহস্পতিবার বিকেলে জানান, তার নামে ভুল সংবাদ পরিবেশন হচ্ছে।

তিনি লেখেন, ‘প্রথমেই সবার কাছে দুঃখ প্রকাশ করছি, আমার নামে গণমাধ্যমে কিছু ভুল খবর প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে। আমি কোন ফিল্ম করছি না। আর সামনে কোন ফিল্ম করার ইচ্ছাও নাই। যারা যারা আমাকে নিয়ে এসব খবর ছাপিয়েছেন তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে, এমন খবর দয়া করে ছাপাবেন না। আমি কোন ফিল্ম, নাটক এবং মিডিয়া সংক্রান্ত কিছুই করছি না। দয়া করে এমন খবর আর ছাপাবেন না।’

২৮ এপ্রিল জমকালো আয়োজনে সিনেমাটির বিস্তারিত জানানো হবে। ‘রক্ত’ পরিচালনা করছেন মালেক আফসারী।


মন্তব্য করুন