Select Page

জাজের প্রথম ছবি মুক্তির দিন ‘দহন’ ফার্স্টলুক

জাজের প্রথম ছবি মুক্তির দিন ‘দহন’ ফার্স্টলুক

# জাজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০১২ সালের ৫ অক্টোবর
# চলতি ৫ অক্টোবর মুক্তির কথা ছিল ‘দহন’-এর
# ছবি মুক্তি না পেলেও এসেছে ফার্স্টলুক
# আকর্ষণীয় লুকে হাজির হলেন সিয়াম আহমেদ
# দৃশ্যটি গান থেকে নেওয়া। যাতে কণ্ঠও দিয়েছেন সিয়াম।
# চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটি।

২০১২ সালের ৫ অক্টোবর মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’। শাহীন সুমনের পরিচালনায় অভিষেক হয় মাহি ও বাপ্পীর। ছয় বছর পর একই দিনে মুক্তির কথা ছিল রায়হান রাফি পরিচালিত ‘দহন’-এর। পরবর্তীতে নির্মাণ জটিলতার কারণে তারিখ পেছানো হয়। তবে এ দিনে মুক্তি পেল সিনেমাটির আকর্ষণীয় ফার্স্টলুক ভিডিও।

সেখানে দেখা যায়, গড়িয়ে যাওয়া জ্বলন্ত একটি টায়ার পা দিয়ে থামালেন এক যুবক। তারপর সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়লেন আকাশে। চোখেমুখে তার কঠোর অভিব্যক্তি।

গেল ঈদুল ফিতরে রায়হান রাফির নির্মাণে দর্শক দেখেছে ‘পোড়ামন ২’ ছবিটি। দারুণ ব্যবসা করায় ওই ছবির নন্দিত জুটি সিয়াম ও পূজাকে নিয়েই নির্মিত হচ্ছে দহন।

প্রথম ঝলক থেকে জানা যায়, চলতি বছরেই মুক্তি পাবে। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

‘দহন’-এর যে ক্লিপিংটি প্রকাশ পেয়েছে এটি মূলত ছবিটির একটি গানের দৃশ্যের অংশ। গানটিতে নাচার পাশাপাশি গলাও দিয়েছেন সিয়াম। আংশিক রক ঘরানার এই গানটির শুটিং হয়েছে রাজধানীর একটি বস্তিতে, যেখানে সিয়াম ও তার দলের সঙ্গে পূজাকেও নাচতে দেখা যাবে। এই মাসের মাঝামাঝি সময়ে গানটি প্রকাশ করা হবে অন্তর্জালে।

‘দহন’ মূলত রাজনৈতিক নিরীক্ষাধর্মী সিনেমা। ক্ষমতা পরিবর্তনের খেলায় কোনও প্রাণ যেন অকালে ঝরে না পড়ে- এটিই হবে ছবিটির মূল বক্তব্য। ছবিতে সিয়াম অভিনয় করবেন একজন মাদকাসক্ত যুবকের চরিত্রে, পূজা চেরী সাজবেন গার্মেন্টস শ্রমিক। ধারণা করা হচ্ছে, দুজনের প্রণয় ও ট্র্যাজিক পরিনামের গল্পে এগুবে সিনেমা। আর গল্পটি এক সাংবাদিকের বর্ণনায় শুনবে দর্শক।


মন্তব্য করুন