Select Page

জাজের বাইরে রাফির তৃতীয় সিনেমা ‘স্বপ্নবাজী’

জাজের বাইরে রাফির তৃতীয় সিনেমা ‘স্বপ্নবাজী’

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে গত বছর রায়হান রাফি ‘পোড়ামন টু’ ও ‘দহন’ নামের দুটি সফল ছবি উপহার দেন। এবার নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘স্বপ্নবাজী’।

শনিবার দুপুরে এ ছবির প্রথম পোস্টার প্রকাশ করেন তিনি। কারা অভিনয় করছেন জানা যায়নি।

পোস্টারে কিছু পত্রিকার খবট-ম্যাগাজিনের কাভার দেখা যায়। সাথে আড়াল করে দেওয়া একজন নারী মডেল। ধারণা করা হচ্ছে মডেলিং ও রহস্যজনক মৃত্যু থাকবে কাহিনীর কেন্দ্রে।

রায়হান রাফি সংবাদমাধ্যমকে বলেন, আসছে ২৪ মার্চ থেকে এ ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এ ছবির কাস্টিংয়ে অনেক চমক রয়েছে। তাই কারো নাম এখনো বলতে চাই না।

জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসাইন এটি প্রযোজনা করছেন। শোনা যাচ্ছে, দুই ঈদকে লক্ষ্য রেখে দুটো ছবির কাজ এগিয়ে নেবেন রাফি। এর জন্য সবরকমের প্রস্ততি নিয়ে রেখেছেন তিনি।

এর আগে শোনা যায়, জাজের ব্যানারে পরের ছবি বানাবেন রাফি। কিন্তু প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ এ মুহূর্তে অন্তরালে আছেন।


মন্তব্য করুন