Select Page

আজিজকে ছাড়া প্রথমবার মুক্তি পেল জাজের সিনেমা

আজিজকে ছাড়া প্রথমবার মুক্তি পেল জাজের সিনেমা

জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে পালিয়ে আছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। আগের সবকটি সিনেমার মুক্তিতে তাকে সরব দেখা গেলেও এই প্রথমবার থাকলেন না তিনি। এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো

শুক্রবার বাংলাদেশের ৫৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ‘প্রেম আমার ২’। এর প্রচারণা থেকে শুরু করে কোথাও দেখা যাচ্ছে না বাংলাদেশ অংশের প্রযোজক আব্দুল আজিজ।

‘প্রেম আমার ২’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের নায়িকা পূজা চেরি ও ভারতের আদ্রিত। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া আর ভারতের কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস। পরিচালক বিদুলা ভট্টাচার্য। ছবিটি গত ৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায়।

এর আগে যখনই জাজের প্রতিষ্ঠানের সিনেমা মুক্তি পেয়েছে, আব্দুল আজিজ সব সময় সরব থেকেছেন। নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা ও কলাকুশলীকে নিয়ে আসেন ফেসবুক লাইভে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে ছবিটি সম্পর্কে সবাইকে জানিয়েছেন, প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন।

খোঁজ নিতে গিয়ে দেখা গেছে, আবদুল আজিজের মুঠোফোন নম্বর বন্ধ। ফেসবুকে তিনি সর্বশেষ পোস্ট দিয়েছেন ৭ ফেব্রুয়ারি। তবে হোয়াটসঅ্যাপ আর ভাইবারে তাঁকে সর্বশেষ দেখা গেছে তিন দিন আগে।

জানা গেছে, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং দুদকের করা দুই মামলায় আসামি আবদুল আজিজ। এই দুই মামলার আরেক আসামি তার বড় ভাই ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন কারাগারে আছেন। এরপর থেকে আত্মগোপন করেছেন আবদুল আজিজ।


মন্তব্য করুন