Select Page

জাজের বাইরে রোশানের ‘সুন্দরীতমা’

জাজের বাইরে রোশানের ‘সুন্দরীতমা’

# জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে অভিষেক রোশানের। প্রতিষ্ঠানটির মতে, এ নায়ক ‘নেক্সট সুপারস্টার’
# তিনি এবার জাজের বাইরে কাজ করছেন
# যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহানের সিনেমাটির নাম ‘সুন্দরীতমা’, শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে
# রোশানের নায়িকা কে হবেন জানানো হয়নি

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে পরী মনির বিপরীতে ‘রক্ত’ সিনেমায় অভিষেক হয় রোশানের। এর পর ‘ধ্যাততেরিকি’ ও কলকাতার ‘ককপিট’ সিনেমায় অভিনয় করেন। গতবছর ঈদুল আজহায় রোশান অভিনীত ‘বেপরোয়া’ একটি হলে মুক্তি পেলেও বার বার দিন ঘোষণা করে বড় পরিসরে দেখা যায়নি।

এই ক্যারিয়ার ঠিকুজি নিয়েও জাজের কাছে ‘নেক্সট সুপারস্টার’ তকমা পেয়েছেন রোশান। এবার চুক্তিবদ্ধ হলেন প্রতিষ্ঠানটির বাইরের সিনেমায়। অবশ্য এর সঙ্গে জাজের সম্পৃক্ততা রয়েছে।

জানা যায়, যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহানের ‘ড্রিমগার্ল’ ছবির নাম পরিবর্তিত হয়ে এখন ‘সুন্দরীতমা’। এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন রোশান।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় রোশানের চুক্তি ও ছবির নতুন নাম ‘সুন্দরীতমা’ ঘোষণা করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘প্রথমে আমরা ছবির নাম ড্রিমগার্ল দিয়েছিলাম। পরে ছবির গল্প পুরোপুরি দাঁড় করানোর পর মনে হলো “ড্রিমগার্ল” নামটির চেয়ে “সুন্দরীতমা” নামটি গল্পের সঙ্গে বেশি প্রাসঙ্গিক।’

এদিকে রোশান বলেন, ‘প্রথমত, গল্পটি শুনে ভালো লেগেছে। দ্বিতীয়ত, পরিচালক হিসেবে ইস্পাহানি আরিফ জাহানের সুনাম আছে। এ কারণে কাজটি করতে আগ্রহী হয়েছি।’

ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে সুন্দরীতমা ছবির শুটিং শুরু হবে।

এছাড়া সম্প্রতি ‘জ্বিন’ ও রায়হান রাফির নতুন সিনেমার ঘোষণা দিয়েছে জাজ। ওই দুই সিনেমায় রোশান থাকছেন- এমনটা শোনা যাচ্ছে।

সূত্র: প্রথম আলো


Leave a reply