Select Page

জাজের শতভাগ ছবি যৌথ প্রযোজনায়

জাজের শতভাগ ছবি যৌথ প্রযোজনায়

Jaaz-Multimedia-Logo-235x275সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার ছবি রোমিও বনাম জুলিয়েট। ভারতীয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজের সাথে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া যৌথভাবে ছবিটি প্রযোজনা করে এবং একই সাথে ছবিটি দুটি দেশেই মুক্তি পায়। যৌথ প্রযোজনা নাকি যৌথ প্রতারণা এমন ভাষ্যে যৌথ প্রযোজনার নামে ভারতীয় ছবি বাংলাদেশে প্রচারের বিরুদ্ধে যখন সমালোচনা চলছে তখন জাজের চেয়ারম্যান আব্দুল আজিজ জানিয়েছেন ভবিষ্যতে জাজের সকল ছবিই যৌথ প্রযোজনায় হবে।

সোমবার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা জানান। যৌথ প্রযোজনায় ছবি নির্মানের এ ঘোষনার পেছনে তিনি যুক্তি হিসেবে বলেছেন বিগ বাজেটের ছবি করলে জয়েন্ট ভেঞ্চার ছাড়া সম্ভব নয়, আর তা করতে না পারলে জাজ বন্ধ করে দিতে হবে, অধিকতর ব্যবসা করার জন্য যৌথ প্রযোজনাই শ্রেয়।

Abdul Azizএকই স্ট্যাটাসে আব্দুল আজিজ জানিয়েছেন, জাজের আগামী দুই ছবি অগ্নি-২ এবং মাহী প্রযোজিত নিয়তি যৌথ প্রযোজনায় নির্মিত হলেও পরিচালক থাকবেন একজন।

বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)-র পাঠকদের জন্য সম্পূর্ণ স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।

কোন দেশের কতজন আর্টিস্ট অভিনয় করবে তা নির্ভর করে গল্প এবং শ্যুটিং লোকেশনের উপর। এবং, ডিরেক্টর সব সময়ই যে কোন একজন হয়। As Like Agnee2 Mahi is lead character. বাংলাদেশের ৩ জন ভিলেন থাকবে, দুই দেশের জন্যই ডিরেক্টর ইফতেখার চৌধুরী।

আবার নিয়তিও জয়েন ভেঞ্চার। হিরো এবং হিরোইন মাহি এবং শিপন। ইন্ডিয়া থেকে কোন হিরো হিরোইন থাকবে না। ডিরেক্টর হিসেবে আমরা (এসকে+জাজ) জাকির হোসেন রাজুকে ভেবেছি। যদি কথায় বোনে তাহলেও দুই দেশের ডিরেকশন দিবে জাকির হোসেন রাজু। আর উনার সাথে না বনলে আমরা ট্রাই করবো কলকাতার রাজ চক্রবর্তীকে দিয়ে সিনেমা বানাতে। দুই দেশের জন্যই।

এবং একটা কথা ক্লিয়ার করছি। বিগ বাজেটের সিনেমা করলে জয়েন ভেঞ্চার ছাড়া সম্ভব নয়। সো, জাজ এখন থেকে ১০০% মুভি জয়েন্ট ভেঞ্চার করবে। আর তা না করতে পারলে বিডি তে সিনেমা বানানো বন্ধ করে দিবো।

 

 


মন্তব্য করুন