Select Page

‘জালালের গল্প’ পরিচালকের ‘বিশেষ সংবাদ’

‘জালালের গল্প’ পরিচালকের ‘বিশেষ সংবাদ’

11986965_10156004916495442_2323524293145204396_n

বছরের আলোচিত সিনেমার মধ্যে অন্যতম আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’। সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে পেয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া। বিএমডিবিতেও প্রকাশিত হয়েছে বেশকিছু রিভিউ। যার বেশির ভাগে দর্শক সিনেমাটির পক্ষে রায় দিয়েছে।

বুধবার রাতে সিনেমাটির পরিচালক ইমন ‘বিশেষ ঘোষণা’ শিরোনামের এক স্ট্যাটাসে জানান, ৮ সপ্তাহ চলার পর বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শেষ শো অনুষ্ঠিত হবে। তবে আগামী বছরের শুরুতে পরিচালক সিনেমাটি নিয়ে দেশের বিভিন্ন শহরে যাবেন। পয়লা বৈশাখে হবে টিভি প্রিমিয়ার।

নিচে ইমনের স্ট্যাটাসটি তুলে ধরা হলো—

“মুক্তির পর একটানা ৫৬ দিন (৮ সপ্তাহ) হলে চলে, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১.৫০ মিনিটে সিনেপ্লেক্সে Jalal’s Story – জালালের গল্প সর্বশেষ শো-এর মধ্য দিয়ে আপাতত কিছুদিন বিরতিতে যাচ্ছে। ছবিটি যারা ইন্টারনেটে বা টিভিতে আশা করছেন তাদের জন্য বিরাট দুঃসংবাদ। আগামী ১৪ এপ্রিল বা পহেলা বৈশাখে এর টিভি রিলিজের আগে আপাতত কোথাও পাবেন না। না ইন্টারনেটে, না টিভিতে। সিলেট, ঢাকা, বরিশাল, রাজশাহী বা চট্টগ্রাম থেকে ক্রমাগত চিঠি লিখে যারা আমার কাছে জানতে চেয়েছেন কবে আসবে আপনাদের শহরে, তাদের জন্য বলছি … আমি ডিসেম্বরের শেষ নাগাদ দেশে আসব। তারপর জানুয়ারি মাসে ও ফেব্রুয়ারিতে দেশের বিভিন্ন জায়গায় ‪#‎jalalergolpo প্রদর্শিত হবে। এই প্রদর্শনীতে ‘জালালের গল্পের’ শিল্পী, কলাকুশলী এবং আমাদের সাথে আড্ডা ও সাক্ষাতের সুযোগ থাকছে। সিনেমা নিয়ে আপনাদের সাথে এই আড্ডা ডিসেম্বরের আগে করা যাচ্ছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এখনো আরো অনেকগুলো আন্তর্জাতিক উৎসবে ‘জালালের গল্প’ অংশ নিতে যাচ্ছে। জার্মানির পর আমি নতুন দেশে ভ্রমণের অপেক্ষায় আছি। সাথে চলছে আমার গ্রাজুয়েশন ফিল্মের কাজ। দেশে ও দেশের বাইরে দর্শকের সাথে নিজের ছবি নিয়ে একের পর এক আনন্দময় অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছি আমি। ‘জালালের গল্পের’ মধ্য দিয়ে দেশের দর্শকের অভূতপূর্ব সাড়ায় বিমোহিত হয়ে দ্বিতীয় ছবির নির্মান পরিকল্পনা গুছিয়ে আনছি। শুদ্ধ গল্পের বাংলাদেশি সিনেমা যেন বানাতে পারি সেই শপথ নিয়ে কাজ চলছে … সবাই আমার ও আমাদের ব্যক্তিগত ও সিনেমা পরিবারের জন্য দোয়া করবেন। ঢাকায় যারা এখনো ছবিটি দেখেন নাই আগামী কাল স্টার সিনেপ্লেক্সে দুপর ১.৫০ মিনিটে পারলে চলে যাবেন। আর যারা দেখতে চান… যোগাযোগ রাখুন আমাদের সাথে! আমরা আসছি আপনাদের শহরে ছবি নিয়ে আড্ডা দিতে। ৬৪ জেলার সবাইকে আমরা চিনিনা … তাই যারা আয়োজক হতে চান নিজ নিজ জেলা বা বিভাগীয় শহরে চাইলে আমাদের লিখতে পারেন আমাদের অফিসিয়াল পেজের ইনবক্সে। আপনাদের সাথে আড্ডা দেবার জন্য আমরা মুখিয়ে আছি সবাই। ভালো থাকবেন।”


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares