Select Page

জাহালমকে নিয়ে চলচ্চিত্রে দুদকের বাধায় সরে দাঁড়ালেন নির্মাতা

জাহালমকে নিয়ে চলচ্চিত্রে দুদকের বাধায় সরে দাঁড়ালেন নির্মাতা

অন্যের অপরাধে তিন বছর জেল খেটে সম্প্রতি আদালতের নির্দেশে ছাড়া পেয়েছেন জাহালম। তার বিড়ম্বিত জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরির ঘোষণাও এসেছিল দিন কয়েক আগে। সেই সিনেমা তৈরির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার আবেদনের শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। এই নিয়ে কথা উঠার পরপরই নির্মাণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরিচালক মারিয়া তুষার।

মঙ্গলবার (১৯ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চ শুনানির জন্য এই দিন ঠিক করেন।

পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সারাবাংলাকে জানান, আজ আবেদনটি সংশ্লিষ্ট আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত আগামীকাল দিন ঠিক করে দিয়েছেন। আগামীকাল কার্য তালিকায় থাকবে।

তিনি জানান, ‘জাহালমের মামলা হাইকোর্টে বিচারাধীন। এ অবস্থায় তার জীবনকাহিনী নিয়ে সিনেমা তৈরি করলে মামলাটির বিচার কাজে এবং তদন্তে প্রভাব পড়ার আশংকা রয়েছে। এ কারণে মামলা নিষ্পত্তির আগে আমরা দুদকের পক্ষ থেকে সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা চেয়েছি।’

‘জাহালম’কে নিয়ে চলচ্চিত্র পরিচালনার সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন মারিয়া তুষার। নাম ভূমিকায় অভিনয়ের কথা ছিল জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক রিয়াজুল রিজুর।

এ নিয়ে মারিয়া তুষার সোমবার সন্ধ্যায় তার ফেসবুক‌ পাতায় লেখেন, ‘সার্বিক পরিস্থিতি ও আইনি জটিলতা মাথায় রেখে “জাহালম” চলচ্চিত্রটির নির্মাণ কাজ স্থগিত করা হলো! আমি পরিচালক হিসেবে এই চলচ্চিত্রের যেকোনো ধরনের দৃশ্যধারণ থেকে নিজেকে বিরত রাখব। ধন্যবাদ।’


মন্তব্য করুন