Select Page

জায়েদ খানের ব্যস্ততা

জায়েদ খানের ব্যস্ততা

image_55257জায়েদ খান‘র ব্যস্ততার শেষ নাই। শুটিংয়ের কারণে বেশ দৌড়াদৌড়িতে আছেন তিনি।

ক’দিন আগে ‘দাবাঙ’ ছবির টানা ১ মাস শুটিং শেষে মালয়েশিয়া থেকে ঢাকা ফিরলেন তিনি। আবারও মালয়েশিয়া যেতে হচ্ছে থাকে।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আগুনের চোখে প্রেম’ ছবির আজই বাংলাদেশ ছাড়বেন তিনি। টানা ১ মাস মালয়েশিয়ায় শুটিংয়ের মধ্য দিয়ে এই চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিং শেষ হবে।

এরইমধ্যে সেন্সরের জন্য প্রস্তুত তার ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিটি।

আশা করছেন ঈদে ছবিটি মুক্তি পাবে।

সুত্র: দৈনিক ইত্তেফাক


মন্তব্য করুন