Select Page

জিরো জিরো সেভেন অনন্ত

জিরো জিরো সেভেন অনন্ত

unnamed

অভিনেতা, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল মাস কয়েক আগে তার নতুন সিনেমা ‘দ্য স্পাই— অগ্রযাত্রার মহানায়ক’ এর ঘোষণা দেন। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদ সম্মেলনে জানান, নতুন চলচ্চিত্রটি ভিন্ন মাত্রার প্রযুক্তিনির্ভর হবে। যা অনেকটা ‘জেমস বন্ড— জিরো জিরো সেভেন’ টাইপ সিনেমা।

রহস্য-রোমাঞ্চ নির্ভর এ চলচ্চিত্র সম্পর্কে তিনি বলেন, ‘হলিউডের যেমন জেমস বন্ড জিরো জিরো সেভেন ছবি তৈরি করা হয়েছে, ঠিক একই ধরনের ছবি আমরাও তৈরি করতে যাচ্ছি। তবে আমাদের কাহিনীতে কোনো অনুকরণ থাকবে না।’

অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের নতুন চলচ্চিত্র দ্য স্পাই চলচ্চিত্রে আরো চমক থাকছে। এতে নেয়া হবে একঝাঁক নতুন মুখ। ২২ জন আনকোরা অভিনেতা-অভিনেত্রীকে নেয়া হবে প্রতিযোগিতার মাধ্যমে।

এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘সবাই নায়ক বা নায়িকা হতে চায়, তবে নায়ক বা নায়িকার বাইরেও ভালো অভিনেতা বা অভিনেত্রী হওয়া সম্ভব যেটা আমরা আসন্ন ছবিতে প্রমাণ করবো।’


মন্তব্য করুন