Select Page

‘জিরো ডিগ্রি’ সিঙ্গাপুর যাচ্ছে

‘জিরো ডিগ্রি’ সিঙ্গাপুর যাচ্ছে

526bfecc0664b-Untitled-5নাট্যকার অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রের আশি ভাগ কাজ শেষ হয়ে গেছে। এবার চলচ্চিত্রটির বাকি অংশ ধারণ করতে ইউনিট নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন পরিচালক।

মাহফুজ আহমেদ প্রযোজিত ছবিটি প্রথম থেকেই  আলোচনায় আছে। টানা কাজ করার মধ্য দিয়ে ছবিটির বাংলাদেশ অংশের কাজ শেষ হচ্ছে। জানা গেছে ২৮ তারিখ পর্যন্ত শুটিং চলবে।

ছবিটিতে মাহফুজ  আহমেদের সঙ্গে অভিনয় করছেন জয়া আহসানরুহি

জানা গেছে, ছবির ৪টি গানের শুটিং শেষ হয়েছে। কাহিনি ও চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা অনিমেষ। দর্শকরা আশা করছেন এই ছবির মাধ্যমে তারা নতুন কিছু পাবেন।


মন্তব্য করুন