Select Page

জীবনানন্দের ‘বনলতা সেন’ নিয়ে সিনেমায় নাবিলা

জীবনানন্দের ‘বনলতা সেন’ নিয়ে সিনেমায় নাবিলা

সম্প্রতি ‘তুফান’ নিয়ে আলোচনায় থাকা মাসুমা রহমান নাবিলার আরেকটি সিনেমায় রয়েছে মুক্তির অপেক্ষায়। নীরবে তৃতীয় ছবির শুটিং করে ফেলেছেন এ মডেল ও অভিনয়শিল্পী। সরকারি অনুদানে নির্মিতব্য ‘বনলতা সেন’ পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সম্পাদনার টেবিলে থাকা এ সিনেমায় নাবিলার সহশিল্পী খায়রুল বাশার।

টিভি পর্দার প্রতিভাবান পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল এর আগে ‘ঊনপঞ্চাশ বাতাস’ বানিয়ে আলোচনায় আসেন। ‘বনলতা সেন’ তার দ্বিতীয় চলচ্চিত্র। এর কেন্দ্রে রয়েছে কবি জীবনানন্দ দাশের আইকনিক চরিত্র বনলতা সেন। অনেক দিন ধরে এ ছবির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। যতদূর জানা গেছে, ‘বনলতা সেন’ সরাসরি কবির জীবনী পর্ব নয়।

গত বছরের শুরুর দিকে নাবিলা অভিনীত ছবিটির শুটিং শুরু হয়। ছবির গল্পের প্রয়োজনে ঋতুবৈচিত্র্যের ব্যাপারটি তুলে ধরা প্রয়োজন ছিল। তাই আট মাসে ছবিটির শুটিংয়ের কাজ শেষ করেন পরিচালক।

‘বনলতা সেন’ ছবিটি ২০২১-২২ সালের সরকারি অনুদান পেয়েছে। ছবিতে নাবিলার চরিত্রটি কী এবং কেন তাকে চূড়ান্ত করা হয়েছে, সে বিষয়ে উজ্জ্বল প্রথম আলোকে বলেন, ‘নাবিলা যে চরিত্রে অভিনয় করেছেন, এই চরিত্রের জন্য কয়েকজন অভিনয়শিল্পীর অডিশন নিয়েছি। নাবিলাও দিয়েছেন। পরে ভাবলাম, চরিত্রটি যেভাবে আমি ভাবছি, অডিশন শেষে মনে হলো, তা নাবিলাকে দিয়ে করিয়ে নেওয়া সম্ভব।’

কথায়–কথায় উজ্জ্বল বললেন, ‘এটুকু বলতে পারি, নাবিলাকে মানুষ যে ধরনের চরিত্রে প্রত্যাশা করে, সে রকমভাবে আমার ছবিতে উপস্থাপন করতে চাইনি। আমি এমন কিছু করতে চেয়েছি, যেমনটা সচরাচর মানুষের চিন্তায় আসে না। শুটিং শেষে আমারও মনে হয়েছে, যেমনটা ভেবেছি, মোটেও মিথ্যা ছিল না।’

তবে ‘বনলতা সেন’ নিয়ে নাবিলা একদম চুপচাপ। শুধু এটুকু বলেন, ‘আমি নতুন একটি ছবির কাজ করেছি। এখন এটি নিয়ে কথা বলা বারণ। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে বিষয়টি সামনে আনবে।’


মন্তব্য করুন