Select Page

জুলাইয়ে শুরু তালাশ

জুলাইয়ে শুরু তালাশ

unnamed

সৈকত নাসিরের নতুন সিনেমার নাম ‘তালাশ— দ্য ক্রাইসিস’। এতে বিপাশা কবিরের বিপরীতে অভিনয় করছেন বাপ্পি ও এবিএম সুমন। শুটিং শুরু হচ্ছে জুলাইয়ে।

‘তালাশ— দ্য ক্রাইসিস’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হবে ছবিটি।

২৫ জুন থেকে ‘তালাশ’ এর শুটিং শুরু হওয়ার কথা ছিলে। কিন্তু কারিগরি সমস্যার কারণে ১ জুলাই থেকে শুরু হবে। বান্দরবান, চট্টগ্রাম ও ঢাকার আশপাশের এলাকায় ছবিটির দৃশ্যধারণ হবে। দুই লটে শেষ হবে ‘তালাশ’ এর মূল দৃশ্যায়ন। এরপর গান আর ফাইটের শুটিং শুরু হবে।

এটি সৈকত নাসিরের দ্বিতীয় চলচ্চিত্র। এতে চরিত্রের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কাহিনীকে।

সূত্র : বাংলামেইল।


মন্তব্য করুন