Select Page

‘জেদ’ নিয়ে পড়ে আছেন ভাবনা

‘জেদ’ নিয়ে পড়ে আছেন ভাবনা

vabna-

ছোট পর্দার অভিনেত্রী ভাবনা বেশ কয়েকমাস ধরে কোন নাটকে কাজ করছেন না। এরই মধ্যে ঈদের প্রায় দুই ডজন নাটকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এর কারণ হলো ‘জেদ’। এটি তার প্রথম চলচ্চিত্র। এতে অনিমেষ আইচের পরিচালনায় তার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।‘জেদ’ এর জন্য ভাবনা মিডিয়া আড্ডা, পার্টি কিংবা কোন আয়োজনে অংশ নেয়া ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না। চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতিটাই ভালভাবে নিতে চাচ্ছেন। ভাবনার এই প্রস্তুতি চলবে আরও কয়েক মাস। এখন প্রতিদিনই ছবির স্ক্রিপ্ট পড়ছেন, সংলাপ আত্মস্থ করছেন। পোশাক নিয়ে ডিজাইনারের সঙ্গে কথা বলছেন। নিজের চরিত্রের মধ্যে প্রতিনিয়তই ডুবে আছেন ভাবনা। ঈদের পরই কলকাতায় গিয়ে পরমব্রতের সঙ্গে রিহার্সেলে অংশ নেবেন এ অভিনেত্রী।

প্রস্তুতি প্রসঙ্গে ভাবনা মানব জমিনকে বলেন, ‘আমি অনেক পরিশ্রমী ও কাজপাগল সেটা ছবির পরিচালকও ভাল করে জানেন। তবে আমি এক্সট্রা অর্ডিনারি কিছু দিতে চাই। যেহেতু এটি আমার প্রথম ছবি, তাই কোন ফাঁকফোকর রাখতে চাই না। দীর্ঘদিন ধরে সব কাজ বাদ দিয়েছি। ঈদের অনেক প্রস্তাব ছিল লোভনীয়, কিন্তু করিনি। এই ছবির প্রস্তুতিতেই সবটা সময় দিতে চাই। কারণ প্রস্তুতিটা যত ভাল হবে আমি শুটিংয়ের সময় ততটাই সহজে কাজটা তুলে ধরতে পারবো। নয়নতারা ছাড়া আর কিছু নিয়ে আমি ভাবতে চাচ্ছি না।’

‘জেদ’ চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে নারীদের বিভিন্ন সমস্যা ও বাধাকে কেন্দ্র করে। এতে নয়নতারা নামে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন ভাবনা।


মন্তব্য করুন